দামুড়হুদা
চুয়াডাঙ্গা সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার পীরপুরকুলা গ্রামের রহমতুল্লাহর ছেলে এবং গরু ব্যবসায়ী।
এর আগে ১৩ সেপ্টেম্বর একই জেলার জীবননগর উপজেলার নোনাগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মিজানুর রহমান নামে আরেক বাংলাদেশি নিহত হন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, রবিউল ইসলাম নামে একজন নিখোঁজ রয়েছেন। রবিউলের খোঁজ খবর নিতে পতাকা বৈঠক ডেকেছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের পর আমরা নিশ্চিত করেছি যে ঠাকুরপুর সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামে সীমান্তে বাংলাদেশি হত্যা, বিএসএফের বিরুদ্ধে মামলা
১ বছর আগে
চুয়াডাঙ্গায় ৭৮ কেজি ভারতীয় রুপার অলংকার উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার অলংকার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দর্শনার মো. সোহাগ হোসেনের বাড়ি থেকে রুপার অলংকারগুলো উদ্ধার করে বিজিবি-৬ সদস্যরা। তবে সোহাগকে আটক করতে পারেনি তারা।
সোহাগ দর্শনা পৌরসভার মোবারকপাড়ার গেদু মিয়ার ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: কক্সবাজারে ২৫ দিন পর নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার
বুধবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় রুপার একটি বড় চালান পাচার হচ্ছে এমন একটি খবর সন্ধ্যায় জানতে পারে বিজিবি। এমন সংবাদ পেয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল দর্শনা মোবারকপাড়ায় অভিযান চালায়। এ সময় তারা সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার অলংকার উদ্ধার করে।
এতে আরও বলা হয়, এ ঘটনায় পলাতক মো. সোহাগকে আসামি করে মামলা করবেন সুবেদার মো. জহির উদ্দিন বাবর। আর উদ্ধার রুপার অলংকার চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ধানখেত থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
১ বছর আগে