আফফান
৩২ মাস কারাভোগ শেষে ভারত ফিরলেন আফফান
প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে আফফান শেখ নামের এক যুবক বিজিবির হাতে আটক হন।
অবশেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩২ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন আফফান শেখ নামে ভারতীয় ওই যুবক।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে তাকে ভারতে পাঠানো হয়।
ফেরত যাওয়া আফফান শেখ ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গি সরকারপাড়ার ইসমাইল শেখের ছেলে।
আরও পড়ুন: ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৪ নারী
চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর অবৈধভাবে আফফান শেখ বাংলাদেশের কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা দৌলতপুর দিয়ে প্রবেশ করে। এসময় বিজিবি তাকে আটক করে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে দৌলতপুর থানায় একটি মামলা হয়।
এ মামলায় কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ২য় আদালত আফফান শেখকে তিন মাসের কারাদণ্ড দেন।
কারাভোগের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে জয়নগর চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার দুপুরে উভয় দেশের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আইনগত প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়।
হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম, বিজিবি দর্শনা আইসিপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল।
ভারতের পক্ষে গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপার চন্দ্র দে, ভারতীয় গেদে বিএসএফের এ সি মহেশ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক আব্বাস
কারাভোগ শেষে ৩ ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর
১ বছর আগে