পলেস্তারা
মণিরামপুরে বিদ্যালয়ের পলেস্তারা খসে ৩ শিক্ষার্থী আহত
যশোরের মণিরামপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন বলেন, তখন ক্লাস নিচ্ছিলাম। কিছু বুঝে উঠার আগেই ছাদের প্রায় পাঁচ বর্গফুট জায়গার পলেস্তারা শব্দে খসে পড়ে। এসময় সবাই আতংকে কান্নাকাটি শুরু করে।
আরও পড়ুন: বাসের সিট নিয়ে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত
তিনি আরও বলেন, পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ছুটে এসে শিক্ষার্থীদের উদ্ধার করেন। এরমধ্যে পূর্ণা দাস, সোনালী আক্তার, জান্নাতুল ফেরদৌস জখম হলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এছাড়া দুর্ঘটনার পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি দেয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা রানী ঘোষ ও তাপসী রানী জানান, সকাল ১১ টায় ভবনের দোতলার শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ে পাঠদান করছিলেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন। এক পর্যায়ে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিন ছাত্রী পূর্ণা দাস, সোনালী আক্তার ও জান্নাতুল ফেরদৌস আহত হয়।
প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস জানান, পুরাতন ভবনের দোতলার ছাদের এক অংশে ফাটল দেখা দেয়। তার ওপর পানি জমে থাকায় পলেস্তারা খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
অবশ্য তিনি আরও জানান, ইতোমধ্যে ওই কক্ষের পশ্চিমপাশে শিক্ষার্থীদের বসতে নিষেধ করা হয়েছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, তিন ছাত্রী আহত হবার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের চিকিৎসা করানো হয়েছে।
এখন তারা সুস্থ আছে।
আরও পড়ুন: রাজধানীতে মাদক সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত
রাজধানীতে বিলবোর্ড ভেঙে জবি শিক্ষার্থী আহত
১ বছর আগে