এতিম ভবন
বাংলাদেশে আরও ৪টি এতিম ভবন নির্মাণ কাতার চ্যারিটি’র
দেশের তিন জেলায় সস্প্রতি আরও ৪টি এতিম ভবন উদ্বোধন করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।
শনিবার সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই চারটি ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি ভবনে রয়েছে শ্রেণীকক্ষ, আবাসন কক্ষ, শিক্ষকদের কক্ষ ও ডাইনিং রুমসহ নানা সুযোগ-সুবিধা।
স্থানীয় জনপ্রতিনিধিরা কাতার চ্যারিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান তার এলাকায় একটি এতিম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এতিম শিক্ষার্থীদের জন্য কাতার চ্যারিটির এটি একটি মানবিক উদ্যোগ। নানা সুযোগ-সুবিধা সম্বলিত মনোরম ভবনটি অসহায় এতিমদের পড়াশোনায় আরও বেশি উৎসাহ যোগাবে।
কাতার চ্যারিটি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে স্কুল ও মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ ছাড়াও এতিমদের আর্থিক সহায়তা দিচ্ছে সংস্থাটি। বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ৩ হাজার এতিম শিশুকে স্পন্সর করছে কাতার চ্যারিটি। উচ্চ শিক্ষার জন্য এতিম ছাত্রদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও।
আরও পড়ুন: কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেল ৫৭,৯৭০ জন
বাংলাদেশে কাতার চ্যারিটির নানাবিধ প্রকল্পে উপকার পেয়েছে ৩ লাখ মানুষ
কাতার চ্যারিটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উপকার পাচ্ছে ২২ হাজার উপকূলীয় জনগোষ্ঠী
১ বছর আগে