বরিশাল সিটি করপোরেশন নির্বাচন
বরিশাল সিটি নির্বাচন: সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবারের মধ্যে সকল কেন্দ্র ও কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন শেষ করা হবে।
বুধবার থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিসিটিভি ক্যামেরা স্থাপন কমিটির আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ।
তিনি বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসিটিভি কামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
শাহিন শরীফ আরও বলেন, আগামী শনিবারের মধ্যে ক্যামেরা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রবিবার ট্রায়াল দেওয়া হবে।
আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
তিনি বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি ভোটকক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে ক্যামেরা স্থাপন করা হবে। ফলে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা বসানো হবে।
উল্লেখ্য, বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে সাত মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা অংশ নিচ্ছে।
মোট ভোটার হচ্ছেন ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী।
প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ পরিচালিত হবে। এর আগে গত ২৯ মে দেড় হাজার ইভিএম এসে পৌঁছেছে।
আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচন: প্রতীক পেলেন ৭ মেয়র প্রার্থী
বরিশাল সিটি নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৬
১ বছর আগে
সকলের সম্মিলিত প্রচেষ্টায় বরিশালে সুষ্ঠু নির্বাচন চান সিইসি
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের উদ্দেশে বলেছেন, ‘ডিজিলেন্স’ বলে একটা কথা আছে, এর বাংলা হবে নিজেরাই পর্যবেক্ষণে রাখবেন। কেউ যদি অনিয়ম করে তা আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসার থাকবে তার কাছে আপনার পোলিং এজেন্ট অভিযোগ করবে। প্রিজাইডিং অফিসার যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আপনাদেরকেও (প্রার্থীরা) ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটের দিন সবাইকে জাগ্রত থাকতে হবে। শুধুমাত্র আমাদের চেষ্টায় নির্বাচন ভালোভাবে হবে তা আমি বলছি না। সমভাবে আপনাদেরও সেই চেষ্টা থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর একক চেষ্টায় এটা হবে না। সমন্বিত প্রয়াস থাকতে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে আ. লীগ সরকার বাধা: বিএনপি নেতা মোশাররফ
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শনিবার রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে সমাধান ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন সিইসি।
হাবিবুল আউয়াল বলেন, প্রিজাইডিং অফিসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন যার দৃষ্টান্ত হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন। প্রিজাইডিং অফিসাররা মোটামুটি ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। যদি আমাদের কাছে অভিযোগ আসে ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি, কেন্দ্রে মাস্তানরা ছিল, তারা তাদেরকে প্রতিহত করেছে তাহলে আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: গাজীপুরের নির্বাচনের ফলাফল নিয়ে সরকার বিচলিত নয়: কৃষিমন্ত্রী
তিনি আরও বলেন, ‘আপনি যদি ক্ষমতা দেখিয়ে বলেন ভোট আমাকেই দিতে হবে তাহলে গণতন্ত্র বিনষ্ট হয়ে গেল। যদি নির্বাচিত হন তাহলে জনগণের সমর্থন থাকবে না। তাই আহ্বান থাকবে আপনারা গণতন্ত্র ধারণ করে সুস্থ ধারায় বিকশিত করার চেষ্টা করবেন।’
এ সময় বরিশালের সবগুলো ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
১ বছর আগে