রোহিঙ্গা মামলা
আইসিজেতে রোহিঙ্গা মামলায় অপর্যাপ্ত তহবিল নিয়ে ওআইসি মহাসচিবের উদ্বেগ
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা রোহিঙ্গা মামলায় তাদের অপর্যাপ্ত তহবিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রোহিঙ্গা মামলায় সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনের প্রশংসা করে তিনি আশ্বস্ত করেন যে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা মামলার জন্য তহবিল প্রদানে ওআইসি তাদের উৎসাহিত করবে।
সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে ওআইসি মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে সংস্থাটির নিরলস সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
রোহিঙ্গা ইস্যুকে ওআইসির একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে উল্লেখ করে সংস্থাটির মহাসচিব আইসিজেতে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়ার নেতৃত্বাধীন উদ্যোগকে ওআইসি’র দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, তিনি (মহাসচিব) বলেন যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ওআইসি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।
আরও পড়ুন: রোহিঙ্গা মামলা: সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন ওআইসি মহাসচিব
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল সংখ্যক রোহিঙ্গার প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের অপরিসীম উদারতার কথা স্বীকার করে ওআইসি মহাসচিব বলেন, দীর্ঘদিনের এই সংকট সমাধানে বোঝা ভাগাভাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব রোহিঙ্গার নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্ব গ্রহণের আহ্বান রইলো।
ওআইসি মহাসচিব ও তার সফরসঙ্গীরা কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাকে স্বাগত জানান।
রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে ওআইসি মহাসচিব রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
রোহিঙ্গা প্রতিনিধিরা নিরাপদে তাদের পৈতৃক ভিটে-মাটিতে ফিরে যাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষার কথা তাকে অবহিত করেন।
ওআইসি মহাসচিব তাদের উদ্বেগের কথার নোট নেন এবং এই মানবিক সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে ওআইসির সহায়তার আশ্বাস দেন।
আরও পড়ুন: ওআইসি মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
১ বছর আগে
রোহিঙ্গা মামলা: সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন ওআইসি মহাসচিব
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা চালানোর জন্য সদস্য দেশগুলোকে আরও সক্রিয় হওয়ার এবং তহবিল দিয়ে গাম্বিয়াকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
রবিবার ওআইসি মহাসচিব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘আমরা ওআইসি সদস্য দেশগুলোকে এই মামলায় তাদের পক্ষে যোগদান করার জন্য এবং ওআইসির তৈরি এই তহবিলে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই মামলাটি আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি বলেন, গাম্বিয়া বড় বা ধনী দেশ নয়; তবে তারা অনেক প্রচেষ্টা করছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওআইসি মহাসচিব এবং গাম্বিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি ওআইসি তৈরি তহবিলের জন্য সমর্থন চেয়ে সদস্য রাষ্ট্রগুলোকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।
তিনি বলেন, সোমবার ওআইসি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।
আরও পড়ুন: ওআইসি মহাসচিব ঢাকায় পৌঁছেছেন
মোমেন বলেন, ‘তারা (ওআইসি) একটি অগ্রণী ভূমিকা নিয়েছে। আগামীকাল তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।’
তিনি বলেন, তারা রোহিঙ্গা সংকট এবং মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
ওআইসি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে ওআইসি সদস্য দেশগুলোর জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ।
তিনি বলেন, ‘রোহিঙ্গা হল ওআইসি'র জন্য একটি শীর্ষ অগ্রাধিকার বিষয়।’
সদস্য দেশগুলোতে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখার জন্য তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।
হিসেন ব্রাহিম বলেন, ‘বাংলাদেশ সরকারের অসাধারণ প্রচেষ্টার জন্য আমরা আমাদের ধন্যবাদ জানাতে এখানে এসেছি। এই রোহিঙ্গারা কষ্ট পাচ্ছে। তারা শান্তি, নিরাপত্তা এবং উন্নত জীবনের দাবিদার।’
সফরকালে ওআইসি মহাসচিব আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) চ্যান্সেলর হিসেবে ওআইসি মহাসচিব ৩০ মে অনুষ্ঠিতব্য আইইউটির ৩৫তম সমাবর্তনে যোগ দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং
জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা
১ বছর আগে