প্রশিক্ষণ কেন্দ্র
আট বিভাগে প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশের আট বিভাগে সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের মূল ফটক, গভীর নলকূপ, প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি উৎপাদনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
আরও পড়ুন: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী
মন্ত্রী বলেন, মৈত্রী শিল্প রুগ্ন দশা থেকে লাভজনক শিল্পে পরিণত হচ্ছে। প্রতিবন্ধীদের কল্যাণে জেলা পর্যায়ে মৈত্রী শিল্পের প্লান্ট স্থাপন করা হবে। এ প্লান্টে মৈত্রী চেয়ার ও ঝুড়ি তৈরি এটিকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে।
মন্ত্রী মৈত্রী শিল্প উৎপাদিত পানি প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে মুক্তা পানির ব্যাপক কদর রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও এ পানি সরবরাহ করার কাজ চলছে। দেশের গণ্ডি পেরিয়ে মুক্তা ব্র্যান্ডের পানি বিদেশেও ছড়িয়ে যাবে।
এর আগে মন্ত্রী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নবনির্মিত ফটক ‘সংশপ্তক’, ১০০০ ফুট গভীর নলকূপ, মৈত্রী প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি তৈরির কার্যক্রম উদ্বোধন করেন।
মন্ত্রী একই ক্যাম্পাসে অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) এর কৃত্রিম অঙ্গ প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন, বেইল প্রেস উদ্বোধন ও প্রশিক্ষণোত্তর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্ত ১৮ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
আরও পড়ুন: মানবকল্যাণ পদক পাচ্ছে বিদ্যানন্দসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠান: সমাজকল্যাণমন্ত্রী
সরকার হাতে হাতে ভাতা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে: সমাজকল্যাণমন্ত্রী
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রে গাড়িচাপায় প্রশিক্ষক নিহত
চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার সময় গাড়িচাপায় প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বারঘরিয়ায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর এ ঘটনা ঘটে।
প্রশিক্ষক গোলাম রসুল (৫২) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মণ্ডলের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক পদে কর্মরত।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন গোলাম রসুল।
একপর্যায়ে হঠাৎ করে চালকের আসনে থাকা এক শিক্ষার্থী গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে চাপা পড়ে গুরুতর আহত হন গোলাম রসুল। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
১ বছর আগে