৬ আসামি
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ৬ আসামি কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যা মামলায় জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটনসহ ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ মে) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আদীব আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত একই মামলার আত্মসমর্পণ করা ৩২ আসামির মধ্যে ২৬ জনকে জামিন দিয়েছেন।
আরও পড়ুন: শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি কারাগারে
জামিন নামঞ্জুর হওয়া ছয় আসামি হলেন- জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু, আব্দুল কাদের, আলমগীর হোসেন, জামিল হোসেন ও মাহিন রেজা উরফে মুমিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, খাইরুল আলম জেম হত্যা মামলায় পৌর মেয়রসহ ৩৪ আসামি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মঙ্গলবার ৩২ জন জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তবে বিচারক ছয় জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ২৬ জনকে জামিন দিয়েছেন আদালত।
এদিকে মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সন্ধায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে কুঁপিয়ে হত্যা করা হয় খায়রুল আলম জেমকে। এই ঘটনায় তার ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১ হাজার ১২ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১১ জনসহ মোট ১৪জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৫ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: হাতি হত্যা: শেরপুরে ২ আসামি কারাগারে
ফরিদপুরে হাইওয়ে থানায় হামলা: ৭ আসামি কারাগারে
১ বছর আগে