৩ দিন
৩ দিনে ডিএসই সূচক কমেছে ১১২.৬৫ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্য সূচকের পতন হয়েছে।
বিক্রির চাপের মধ্যে বেঞ্চমার্ক ডিএসইএক্স সূচক ৫৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪২ দশমিক ৬৬ বন্ধ হয়েছে। এতে তিন দিনের মোট ক্ষতি ১১২ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইএক্সের সূচক নিম্নগামী হওয়ার পাশাপাশি ডিএস৩০ ব্লু-চিপ সূচকও ১৭ দশমিক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫৩ দশমিক ৯৩ পয়েন্টে এবং ডিএস৩০ ব্লু-চিপ সূচক ২০ দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইর লেনদেন কমে দাঁড়িয়েছে ৫১৪ কোটি ৮০ লাখ টাকায়, যা সোমবার লেনদেনের পরিমাণ থেকে ৩৬ কোটি ৫০ লাখ টাকা কম। ১৮ লাখ ১ হাজার ৮১টি লেনদেনের মাধ্যমে মোট ১৬ দশমিক ৮ কোটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিট কেনাবেচা হয়েছে। এর আগের দিন ১ লাখ ৭৯ হাজার ৪৩৪টি লেনদেনের মাধ্যমে ১৭ দশমিক ৫১ কোটি শেয়ার লেনদেন হয়েছিল।
আরও পড়ুন: বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে
লেনদেন করা ৩৮৮টি কোম্পানির মধ্যে ২৬৭টির শেয়ার দর কমেছে এবং বেড়েছে মাত্র ৭৬টির শেয়ারের দাম। ৪৫টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক নিম্নমুখী প্রবণতার পূর্বাভাস দেখলেও সামান্য উত্থান-পতন দেখা গেছে। সিএএসপিআই সূচক সামান্য বেড়ে শূন্য দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯১ দশমিক ০৫ পয়েন্টে বন্ধ হয়েছে।
সিএসইতে মঙ্গলবারের লেনদেনে মোট ২১৮টি কোম্পানি অংশ নিয়েছে। দর কমেছে ১৩৪টির, বেড়েছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির। সিএসইতে লেনদেনের পরিমাণ সোমবারের ৫ কোটি ৩৩ লাখ টাকা থেকে বেড়ে ১১ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে। মোট ২ হাজার ৫৮০টি লেনদেনের মাধ্যমে ২৪ দশমিক ২১ লাখ শেয়ার এবং ইউনিট বিনিময় হয়েছে।
আরও পড়ুন: দুই শেয়ারবাজারেই দরপতন, ডিএসইর সূচকে কমেছে ৩৫ পয়েন্ট
ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে সূচক বেড়েছে ৬৭.৫৭ পয়েন্ট
১ মাস আগে
৩ দিন পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল শুরু
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টানা তিনদিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টিএন্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অবরোধ শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সোমবার দুপুরের দিকে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিও বার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। প্রাথমিক পর্যায়ে তাদের পাওনার ৬ কোটি টাকার ব্যবস্থা করবে সরকার।
বাদবাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠক হবে।
তিনি বলেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে শ্রমিকদের ৫ সদস্যের টিম মন্ত্রণালয়ে বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর চূড়ান্ত ফয়সালা হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর সদস্য, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই দীর্ঘ যানজটে থাকা যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদনে ধস
বকেয়া বেতনের দাবিতে সিলেটে আন্দোলনে শ্রমিকরা, চা উৎপাদনে ধস
১ মাস আগে
৩ দিনের মধ্যে সিনিয়র সচিব মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার তিন দিনের মাথায় মো. মোকাব্বির হোসেনকে সরিয়ে দেওয়া হলো।
শনিবার (১৭ আগস্ট) মোকাব্বির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: জননিরাপত্তা নিশ্চিতে অপচেষ্টা প্রতিহত করুন: প্রধানমন্ত্রী
গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন।
ওই দিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
অন্যদিকে শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম
৪ মাস আগে
সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক সহিংসতার মধ্যে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রবিবার এক নির্বাহী আদেশে সোমবার, মঙ্গলবাল ও বুধবার তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে গুলিতে ২ জন নিহত
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে জরুরি পরিষেবা যেমন- হাসপাতাল, ওষুধ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সেবা এর আওতার বাইরে থাকবে।
এর আগে সরকার এক নির্বাহী আদেশে ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে। পরে তা আরও একদিন বাড়িয়ে করা হয় ২৪ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন: এক দফা দাবি: সারাদেশে সংঘর্ষে নিহত ২৭
নরসিংদীতে আন্দোলনকারীদের উপর আ. লীগ কর্মীদের গুলি, পিটিয়ে ৬ কর্মীকে হত্যা, গুলিবিদ্ধ ৪
৪ মাস আগে
আরও ৩ দিনের রিমান্ডে আন্দালিব পার্থ
রাজধানীর বনানীতে অবস্তিত সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় মীর মোহাম্মদ নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুর বদর সাফওয়ান নামে অপর দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে নুরুল হক নুর
এর আগে, পাঁচদিনের রিমান্ড শেষে পার্থকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকেও ১০ দিনের রিমান্ড চান তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত পার্থকে তিন দিন এবং নাজমুছ ছাকিব ও তাওহীদ ইবনুরকে চার দিনের রিমান্ডে নিতে আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। হামলায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বিটিভি ভবনে নাশকতা মামলায় বিএনপির শিমুল বিশ্বাসসহ ৭ জন রিমান্ডে
ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর
৪ মাস আগে
চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে সোলতান (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কুমিরা এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে শওকত চৌধুরীর বাড়ির পাশের ডোবা থেকে শুক্রবার (২৮ জুন) লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবউদ্দিন দুই ছেলেকে নিয়ে কুমিরা বাজারে মাছ বিক্রি করার সময় হঠাৎ তার ছেলে সোলতান উধাও হয়ে যায়।
আরও পড়ুন: নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ
এরপর থেকে ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে পরিত্যক্ত ডোবায় সোলতানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।
পরে বিকাল ৩টার দিকে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
সোলতানের বাবা শাহবউদ্দিন বলেন, মাসখানেক আগে আমার স্ত্রী ক্যান্সারে মারা যায়। আমি তিন সন্তানকে আগলে রেখেছিলাম। সোলতানকে কারা মেরেছে বুঝতে পারছি না।
সীতাকুণ্ড থানার পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা
এমপি আনার হত্যা: দুই আসামি ৬ দিনের রিমান্ডে
৫ মাস আগে
৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ
বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে তুরস্ক নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’।
মঙ্গলবার (৭ মে) দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে জাহাজটিকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি
তুরস্ক নৌবাহিনীর জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।
ঢাকায় তুরস্কের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তুর্কি নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) আগামী ৭ থেকে ৯ মে বাংলাদেশ সফর করবে। টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) সাড়ে চার বছরে ২০টি দেশের ২৪টি বন্দর পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর বন্দর সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানো।
বাংলাদেশে সফররত জাহাজটিতে কর্মকর্তা ও নাবিকসহ মোট ১৫২ জন সদস্য রয়েছেন। সফরকালে জাহাজটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্ক হাইকমিশনের প্রতিনিধি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি ও স্থাপনাসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন।
তুরস্ক নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম সফরের ফলে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৯ মে বাংলাদেশ ত্যাগ করবে।
আরও পড়ুন: কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা
কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
৭ মাস আগে
৩ দিন পর সুন্দরবনে আগুন নেভানোর ঘোষণা
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেছেন, অগ্নিকাণ্ডের তিন দিন পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে লাগা আগুন নিভে গেছে।
তিনি বলেন, এখন সেখানে আর আগুন বা ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই।
মঙ্গলবার (৭ মে) বিকাল ৪টার দিকে তিনি আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
মিহির কুমার দো বলেন, মঙ্গলবার সকাল থেকে সুন্দরবনে অগ্নিকাণ্ডের এলাকায় ড্রোন দিয়ে প্রতি ঘণ্টায় পর্যবেক্ষণ করা হয়েছে। সেইসঙ্গে বন বিভাগের একাধিক টিম ও ফায়ার সার্ভিস কর্মীরা সার্বক্ষণিক বনের মধ্যে ঘুরে ঘুরে অনুসন্ধান করে দেখছে কোথাও কোনো ধরনের আগুন বা ধোঁয়া আছে কি না। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সুন্দরবনে আগুন বা ধোঁয়ার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এরপর বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
এদিকে বন অধিদপ্তরের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির সভাপতি মিহির কুমার দো কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করছে।
শিগগিরই কমিটির সদস্যরা সুন্দরবনে অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শন করবেন বলে জানান তিনি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, বন বিভাগের গঠিত টিমসহ তিনি নিজে অগ্নিকাণ্ডের এলাকা কয়েক দফায় ঘুরে দেখেছেন। কোথাও আগুন ও ধোঁয়া দেখতে পাননি। সুন্দরবনে আগুন সম্পূর্ণ নিভে গেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, কমিটির সদস্যদের নিয়ে তদন্ত কাজ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন ডিএফও অফিসে জমা দেওয়া হবে।
আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে রবিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে ওই কমিটির প্রধান করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অপর দিকে সুন্দরবনে আগুনের ঘটনায় জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য বন অধিদপ্তরের পক্ষ থেকে সোমবার বিকালে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দোকে ওই কমিটির প্রধান করা হয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আগুন ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
৭ মাস আগে
নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে যুবকের লাশ, নারীসহ আটক ৩
গাইবান্ধায় নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুরে সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার লাশ উদ্ধার
নিহত শরিফুল ইসলাম পাভেল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহতের পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে গন্ধ বের হলে স্থানীয়দের দেওয়া খবরে গাইবান্ধা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে নিখোঁজ হওয়া পাভেলের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাশের বাড়ির দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
দিনাজপুরে ফেরিওয়ালার লাশ উদ্ধার
৯ মাস আগে
৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা নবী উল্লাহ নবী
রাজধানীর গোপীবাগে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ ঘটনার পর গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার পুরনো এক মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার(৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন: ঢাবি ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের রিমান্ড
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আশরাফুল আলম যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নবীকে আদালতে হাজির করে জিঞ্জাসার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে নবীর আইনজীবী মো. সেলিম মিয়া রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন আদালতের কাছে।
শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট ফারজানা শাকিল সুমু চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার আসামি নবী উল্লাহ নবী গত ৫ নভেম্বর যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা থেকে ধোলাইপাড়গামী সড়কে বিজিবি মার্কেটের সামনে পাকা রাস্তার উপর বেআইনিভাবে দলবল নিয়ে দেশীয় অস্ত্র, ইট-পাটকেল, বাঁশের লাঠি ও ককটেলসহ অবস্থান নেন।
আরও পড়ুন: বিএনপি নেতা খসরু-জহিরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
তারা সরকারবিরোধী উস্কানিমূলক ও অবমাননাকর স্লোগান দিতে থাকেন।
সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে চরম জনভোগান্তি তৈরি হয়। নবীসহ অন্য আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
ঘটনাস্থলে রাস্তার পাশে পার্কিং করা গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণ করে সড়কে দাঙ্গা-হাঙ্গামা বাঁধায়। অগ্নিসংযোগে দুটি বাসের পাঁচ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামি নবী উল্লাহ নবীর নির্দেশ ও হুকুমে পলাতক নেতা-কর্মীরাসহ অজ্ঞাত বিএনপির দুষ্কৃতকারীরা নাম না জানা অনেকের প্ররোচনা, নির্দেশনা, যোগসাজস এবং সহযোগিতায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে যান চলাচল বন্ধ করে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাসহ আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
এরই পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মিয়া আরেফির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়।
আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের পরপরই শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আরও পড়ুন: মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
১১ মাস আগে