ভারতে অনুপ্রবেশ
ভারতে অনুপ্রবেশ করা ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে ফেনী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন তারা।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়। পরে রাতে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
সীমান্তে অপমানজনক পুশইনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচিত হওয়ায় এবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে বিএসএফ।
হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন— ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগা জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৩৯ নারী পুরুষকে হস্তান্তর বিএসএফের
পুলিশ ও বিজিবি সূত্র জানিয়েছে, ওই পাঁচজনের মধ্যে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে দেশটির পুলিশ। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে আটকের পর তারা ৩ মাস যাবৎ সেখানে কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়, পরে বিএসএফের কাছে তাদের হস্তান্তর করা হয়।
অন্যদিকে, আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১ মাস যাবৎ ভারতীয় কারাগারে বন্দি ছিলেন।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
এর আগে, ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আইনবহির্ভূতভাবে ৪ দফায় ৬৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।
১২১ দিন আগে
বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ রুখতে প্রতিশ্রুতি অমিত শাহের
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
রবিবার বাংলার পেট্রাপোল স্থলবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল ভবন ও মৈত্রী দ্বার উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশ বন্ধ হলেই শান্তি আসবে। নেপাল, বাংলাদেশ ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানো হবে। অগ্রগতির দিক থেকে বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতে পারে।’
আরও পড়ুন: কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক স্পিকারের যুগ্ম সচিব আটক
অমিত শাহ বলেন, “বাংলার সমৃদ্ধির জন্য কাজ করতে বদ্ধপরিকর মোদি। বাংলা হয়ে উঠবে ‘সোনার বাংলা’ এবং এখানকার উন্নয়ন সুনিশ্চিত করতে চেষ্টায় কোনো ত্রুটি রাখবে না বিজেপি।”
ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণের পরিমাণ বাড়াবে পেট্রাপোল স্থলবন্দরের নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন (পিটিবি)।
আন্তর্জাতিক পরিবহন কেন্দ্রগুলোর মতো নকশায় নির্মিত পেট্রাপোলের যাত্রী টার্মিনাল ভবনে সব আধুনিক সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে ভিআইপি লাউঞ্জ, ডিউটি ফ্রি শপ এবং মৌলিক চিকিৎসা সুবিধা।
বেনাপোল (বাংলাদেশ)-পেট্রাপোল (ভারত) বাণিজ্য ও যাত্রী চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত ক্রসিং।
মৈত্রী দ্বার জিরো লাইনে একটি যৌথ কার্গো গেট যা উভয় দেশের সম্মতিতে নির্মিত হয়েছে। এর মাধ্যমে সীমান্তে পণ্য খালাস এবং ক্লিয়ারেন্স প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এতে বাণিজ্য বৃদ্ধি পাবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলভিত্তিক বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ (মূল্য অনুসারে) এই স্থলবন্দর দিয়ে সম্পন্ন হয়।
পেট্রাপোল স্থলবন্দর ভারতের অষ্টম বৃহত্তম আন্তর্জাতিক অভিবাসন বন্দর এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বার্ষিক ২৩ লাখ ৫ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করে।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
৪২৪ দিন আগে
ভারতে ২১ মাস জেল খেটে দেশে ফিরলেন বাংলাদেশি যুবক
ভারতে অনুপ্রবেশের দায়ে প্রায় দু’বছর জেল খেটে শুক্রবার দুপুরে সিলেটের তামাবিল অভিবাসন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি এক যুবক।
ফেরত আসা মো. আলী হোসেন (৩০) শেরপুরের নালিতা বাড়ি উপজেলার বাটকুচি টিলাপাড়া গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: পাচার হওয়া দুই নারীকে ফেরত পাঠাল ভারত
তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রনু মিয়া বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ দু’বছর আগে তাকে আটক করে। ২১ মাস কারাগারে থাকার পর ভারতীয় অভিবাসন পুলিশ তামাবিল অভিবাসন কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের কাছে আলী হোসেনকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আটক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ
১৪২৬ দিন আগে
ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির এলাকার কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে মহেশপুর ৫৮ বিজিবি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, চার নারী ও পাঁচ শিশু রয়েছে। এ নিয়ে দু’দিনে ৩০ জন আটক করা হলো।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
১৪৩৯ দিন আগে
ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে দালালসহ আটক ৯
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।
শনিবারে ভোরে খোশালপুর সীমান্তের একটি কলা বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়।
আটক দালাল মো. কদম আলী মন্ডল (২৫) বাংলাদেশি নাগরিক।
আরও পড়ুন:বিজিবির সাথে এবার টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ‘মাদক কারবারি’
এছাড়া আটকদের মধ্যে ৩ জন পরুষ, ৩ নারী ও ২ শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ জেলায়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, শনিবার ভোরে সীমান্তের একটি কলা বাগানের মধ্যে থেকে শিশুসহ আটজনকে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মো. কদম আলী মন্ডলকে আটক করা হয়।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
১৭০৬ দিন আগে
ভারতে অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
২১৫০ দিন আগে
ভারতে গরু আনতে গিয়ে নিহত হলে সরকার দায় নেবে না: মন্ত্রী
গরু আনার জন্য ভারতে অনুপ্রবেশ করে কেউ গুলি খেয়ে নিহত হলে সরকার কোনো দায় নেবে না বলে শনিবার জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।
২১৬১ দিন আগে