বাবুর্চি গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষের সময় রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে একটি রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বরপা বাসস্ট্যান্ডে প্রিন্স রেস্তোরাঁর সামনে এই ঘটনা ঘটে।
আহত বিল্লাল হোসেন (৪৫) প্রিন্স রেস্তোরাঁর বাবুর্চি।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রিন্স রেস্তোরাঁয় ছাত্রলীগ নেতা রিয়াজের নেতৃত্বে বেশ কয়েকজন ওয়ার্ড যুবলীগের কথিত নেতা বাইজিদ-এর ওপর হামলা চালাতে তাকে লক্ষ করে গুলি করে। বাইজিদ দৌড়ে রেস্তোরাঁর পেছনের দিকে চলে যায়। তখনই বিল্লাল গুলিবিদ্ধ হয়।
আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭
রেস্তোরাঁ মালিক নাদিম সাউথসহ সহকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার (৩০মে) বিকাল সাড়ে ৫টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হোটেলে প্রবেশ করে এক যুবককে লক্ষ করে গুলি করে। এতে আমাদের রেস্তোরাঁর বাবুর্চি বিল্লাল গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ আহত বিল্লাল চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
১ বছর আগে