বালুর স্তূপ
রাজবাড়ীতে বালুর স্তূপ ধসে নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটে বালুর চাতাল থেকে ট্রাকে বালু উঠানোর সময় বালুর স্তূপ ধসে বালুর নিচে চাপা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালু ব্যবসায়ী আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু (এস্কেভেটর) চালক মারুফ শেখ (২২) এবং ট্রাকচালক রিপন আলী ওরফে ইমরান (৩৮)।
স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকার বালু ব্যবসায়ী হান্নানের রয়েছে বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর স্তূপ উপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরচাপায় চালক নিহত
তারা আরও জানান, তখন হঠাৎ করেই বালুর স্তূপের উপর থেকে ভেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকুচালক মারুফ শেখ এবং ১০ চাকার ট্রাকচালক রিপন আলী ওরফে ইমরান নিহত হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: পাবনায় ‘অবৈধ বালুর স্তুপে’ চাপা পড়ে ২ শিশুর মৃত্যু
সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, আটক ২: নৌপুলিশ
১ বছর আগে
মেহেরপুরে বালুর স্তূপেই মিলল বালু ব্যবসায়ীর লাশ
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে বালুর স্তূপ থেকে এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৩১ মে) সকালে স্থানীয় লোকজন লাল্টু মিয়া (২৮) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।
লাল্টু উপজেলার পুড়াপাড়া গ্রামের খেদের আলীর ছেলে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা ধারণা করছেন যে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: সিলেটে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
লাল্টুর ভাগিনা ইয়াকুব আলী অভিযোগ করেন যে তার মামার সঙ্গে তিন শতক জমি নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধ চলছিল।
জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে মামলা-মোকদ্দমা চলছে। তারাই মামাকে হত্যা করে ফেলে রেখেছে বলে তিনি ধারণা করছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, বালুর ব্যবসা বা জমি সংক্রান্ত কোনো বিরোধ আছে কি না সেটা খোঁজ নিয়ে বলা যাবে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: যশোরের জেল পুলিশের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে