চুনিয়াপাড়া
দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু
দিনাজপুর সদরের চুনিয়াপাড়ায় পুকুরের পানিতে তলিয়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে একসঙ্গে তিনজনের ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহতেরা হলেন- মা অষ্টমী বালা (২৮) শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ার উজ্জ্বল দেবনাথের স্ত্রী এবং এই দম্পতির দুই সন্তান প্রিতম দেবনাথ ( ৩) ও গৌতম দেবনাথ (৮)।
প্রচণ্ড দাবদাহে শরীর জুড়াতে গোসলের সময় ডুবে যাওয়া দুই সন্তানকে বাঁচাতে গিয়ে দুই সন্তানের সঙ্গে মায়েরও প্রানহানি ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
৫ নম্বর শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা জানান, সম্ভবত দুপুরের দিকে পুকুরের গভীর পানিতে ডুবে যাওয়া দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মা অষ্টমী বালাও মৃত্যুর শিকার হয়েছেন। বিকাল সাড়ে ৫ টার দিকে তিনজনের লাশ ভাসতে দেখতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করেছে প্রতিবেশিরা।
কোতয়ালি থানার ইন্সপেক্টর গোলাম মাওলা জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী দুই সন্তানসহ মায়ের মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত, আটক ১
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
১ বছর আগে