৩ কোটি টাকা
শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-১৪৭) থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) রাতে ওই ফ্লাইটের ১৭এ সিটের ওভারহেড বিনের ভেতরে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে স্ক্যানিং করলে ব্যাগটির ভেতর ১ হাজার ৮৭৫ পিস সৌদি রিয়াল এবং ১০০ পিস মার্কিন ডলারের নোট পাওয়া যায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও স্বর্ণালংকার জব্দ, ২ জন আটক
বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আকরাম হোসেন বলেন, ব্যাগটি স্ক্যানিং করে ১ হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল (বাংলাদেশি ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) ও ১০০ পিস মার্কিন ডলার (১১ লাখ টাকা) পাওয়া যায়।
উদ্ধার করা মার্কিন ডলার ও সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা।
বিমানবন্দরের চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইড ইউনিট জানান, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক
শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ
৫ মাস আগে
যশোরে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার
যশোরের চৌগাছায় পরিত্যক্ত অবস্থায় তিন কেজি ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি দুই লাখ ৩০ হাজার টাকা।
তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। সোমবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় প্রায় আড়াই কোটি টাকার সোনার বার উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে বিজিবির একটি দল কাবিলপুর এলাকায় অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি তোয়ালে দিয়ে মোড়ানো একটি প্যাকেট রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী প্যাকেট থেকে তিন কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার যশোর কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভারতীয় রুপার গহনাসহ চোরাচালানি আটক: বিজিবি
সিলেট বিমানবন্দরে ২০ সোনার বার উদ্ধার
১ বছর আগে