তাফসির আউয়াল
তাফসির আউয়ালকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ
বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল নিষ্পত্তি করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেন।
বুধবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাফসির আউয়ালের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
আরও পড়ুন: ৪২ ঘন্টার অবিশ্বাস্য তদন্ত; পুলিশ সুপার যোগাযোগ করায় অসন্তোষ হাইকোর্টের
গত ১ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাফসিরকে যুক্তরাজ্যে যেতে ইমিগ্রেশন পুলিশ বাধা দেয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তাফসির মোহাম্মদ আউয়ালের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের বাধার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তাফসীর আউয়াল। নির্বিঘ্নে বিদেশ যেতে ও দেশে ফিরে আসতে নির্দেশনা চেয়ে তাফসির ২ মার্চ ওই রিট করেন।
এই রিটের প্রাথমিক শুনানি করে তাফসির আউয়ালকে গত ১ মার্চ বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি করে হাইকোর্ট আজ (বুধবার) রায় দেন।
আইনজীবী জানান, ২০২০ সালের ৪ অক্টোবর দুদক এক স্মারকের সূত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তাফসিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এই স্মারক ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন। এর আগে আপিল বিভাগ এ বিষয়ে নির্দেশনাসহ রায় দিয়েছেন। রায়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের তিনদিনের মধ্যে দুদককে আদালত থেকে অনুমতি নেওয়ার কথা বলা রয়েছে। এ অবস্থায় ২০২০ সালের ৪ অক্টোবরের ওই স্মারক দেখিয়ে ১ মার্চ তাফসিরকে যুক্তরাজ্যে যেতে বাধা দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পুরান ঢাকায় পুকুর দখলে হাইকোর্টের স্থিতাবস্থা
কারাগারে ‘চিকিৎসক নিয়োগ বিধিমালা’ চূড়ান্তে ১ মাস সময় দিলেন হাইকোর্ট
১ বছর আগে