গাইনী ওয়ার্ড
নাটোরে সদর হাসপাতাল থেকে অভিনব কায়দায় নবজাতক চুরি
নাটোর সদর হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে একদিনের এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশুটির বাবা মাহফুজুর রহমান সোনালী ব্যাংকের নলডাঙ্গা খাজুরা ইউনিয়ন শাখার ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: বেনাপোলে নবজাতক চুরির ৮ ঘণ্টা পর উদ্ধার, নারী গ্রেপ্তার
রোগীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মাহফুজুর রহমান পলাশের স্ত্রী হাসনা হেনার প্রসব ব্যথা উঠলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি একটি মেয়ে সন্তান প্রসব করেন।
আজ শুক্রবার দুপুর দিকে এক নারী নার্সের এপ্রোন পড়ে ওই শিশুটিকে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে দাদির কোল থেকে নিয়ে যায়।
পরে পাশের বেডের এক রোগী শিশুটিকে বাইরে নিয়ে যেতে দেখে দাদিকে জানায়। দ্রুত তারা হাসপাতালের বাইরে বের হয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাকে পাওয়া যায়নি।
পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
হাসপাতালের দায়িত্বরত গাইনী ওয়ার্ডের নার্স মাহফুজা খানম বলেন, তারা তাদের কক্ষে দায়িত্বরত অবস্থায় ছিলেন। হঠাৎ শিশুর দাদি এসে তাকে জানান তাদের বাচ্চা ডাক্তার এসে নিয়ে গেছে আর পাচ্ছেন না।
পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
রাজশাহীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় ২ চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে