ঢাকা-১৭ আসন
আ. লীগের বিকল্প নেই, জয়ের বিষয়ে আশাবাদী: আরাফাত
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ (সোমবার) সকালে ভোট দিয়েছেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের অফিস সেলের প্রধান সমন্বয়ক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী জানান, সকাল ১০টার দিকে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
আরাফাত গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের বিকল্প নেই। নৌকামার্কায় ভোট দিতে জনগণ ভোটকেন্দ্রে ভিড় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। জয়ের বিষয়ে তিনি আশাবাদী।
আরও পড়ুন: এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা, শেষ পর্যন্ত মাঠে থাকব: হিরো আলম
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। গত ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের কিছু অংশ নিয়ে গঠিত আসনটি শূন্য হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৫টি ভোটকেন্দ্রের অধীনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।ৎ
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল
১ বছর আগে
এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা, শেষ পর্যন্ত মাঠে থাকব: হিরো আলম
হিরো আলম নামে পরিচিত ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম অভিযোগ করেছেন, তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী ও নেতাদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন।
স্বতন্ত্র এই প্রার্থী বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে আজ (সোমবার) সকালে সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতাসীন দলের কর্মীরা আমার এজেন্টদের বের করে দিতে ভীতিজনক কৌশল অবলম্বন করেছে। তারা নারীসহ আমাদের কয়েকজন এজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়।’
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল
কোন কোন কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশে সমস্যা হয়েছে জানতে চাইলে তিনি ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মাটিকাটা উচ্চ বিদ্যালয় ও জামিয়া মাদরাসা কেন্দ্রের কথা উল্লেখ করেন।
তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘যাইহোক, আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।’
আরও পড়ুন: সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ও ২ পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি
১ বছর আগে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল
অনিয়মের অভিযোগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া নির্বাচন বর্জন করেছেন।
আজ (সোমবার) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর তরিকুল ইসলাম এ ঘোষণা দেন।
ঢাকার বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
তিনি বলেন, তার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে 'বাধা' দেওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তিনি দাবি করেন, ‘আমার কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রের বাইরে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে, এমনকি পুলিশও আমার লোকজনকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে।’
ঢাকা-১৭ আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ও ২ পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ও ৭ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১ বছর আগে
সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ও ২ পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং পিরোজপুরের ভান্ডারিয়া ও যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন ঢাকার কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র বলছে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকা-১৭ আসনে ৮৫৩টিসহ ১ হাজার ৫৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
প্রতিটি ভোটকেন্দ্রে দু’টি করে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ও ৭ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১ বছর আগে
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ও ৭ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন এবং ৭ জেলার ৭ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপরীতে সংসদীয় উপ-নির্বাচনে ঐতিহ্যবাহী ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-১৭ সংসদীয় আসনে সোমবার ভোটগ্রহণ
ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। গত ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের কিছু অংশ নিয়ে গঠিত আসনটি শূন্য হয়।
প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক নিয়ে), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র আশরাফুল হোসেন আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৫টি ভোটকেন্দ্রের অধীনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।
১ জুন নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। যা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে শূন্য হয়।
আরও পড়ুন: বিএনপির বিচার দাবিতে নির্যাতনের শিকার দুই প্রজন্মের ভুক্তভোগীদের মানববন্ধন
১ বছর আগে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আরাফাতকে মনোনয়ন দিয়েছে আ. লীগ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য শুক্রবার মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন: উপনির্বাচন: ৬ আসনে আ.লীগের ৩ প্রার্থীর জয়
১৫ মে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক নামে পরিচিত) মারা যান।
আরও পড়ুন: চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই
৬টি উপনির্বাচনে ভোটার উপস্থিতি ৫% এর বেশি হয়নি: ফখরুল
১ বছর আগে