চাকা বিস্ফোরণ
চাকা বিস্ফোরণ হয়ে মার্কেটে ঢুকে গেল বাস, আহত ৩০
যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর সাতমাইল বাজারে চাকা বিস্ফোরণ হয়ে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস মার্কেটের ভিতর ঢুকে গেছে।
শনিবার (১০ জুন) দুপুরে এঘটনা ঘটে। এ সময় চালকসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট নিয়ে ২ শিক্ষার্থী হাসপাতালে
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধারসহ যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের একটি বাস সাতমাইল বাজারে দুপুর সোয়া একটার দিকে পৌঁছালে সামনের চাকা বিস্ফোরণ হয়ে যায়। এসময় বাসটি সোনালী ব্যাংকের মার্কেটের ভিতর ঢুকে যায়। এতে গুরুতর আহত হন চালক সহ ৩০ জন আহত হন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, এ দুর্ঘটনায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত চালক মিয়ারাজকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া বাসটি উদ্ধার করে বাজার হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়া, গ্রেপ্তার ৩
ফরিদপুরে ডাকাতিকালে এলাকাবাসীর গণধোলাইয়ে আহত ২
১ বছর আগে