তেলের ট্যাংকার বিস্ফোরণ
নারায়ণগঞ্জে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত আরও এক শ্রমিকের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
নিহত শ্রমিক মো. রুবেল (৩৮) ভোলা জেলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শনিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
ইন্সটিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, রুবেলর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ৪ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে আটজন আহত হন। বর্তমানে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, এর আগে তাজুল ইসলাম লিয়ন (২২) ও হুমায়ুন কবির (৫৪) নামে দুজন মারা গেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষের সময় রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭
১ বছর আগে