তেলের ট্যাংক
কুড়িগ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ফেনসিডিল
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।
তিনি বলেন, বুধবার (৮ নভেম্বর) রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় প্রবেশ করানো ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, এই বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ফেনসিডিল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্য আটক
সিরাজগঞ্জে ফেনসিডিল জব্দ, ৪ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার: র্যাব
১১ মাস আগে
নারায়ণগঞ্জে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত আরও এক শ্রমিকের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। রবিবার (১১ জুন) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যায়।
নিহতের নাম মো. সোহেল (৩৭)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩
বাকি নিহতেরা হলেন- তাজুল ইসলাম (৩৩), মো. হুমায়ুন কবির (৫৪) ও মো. রুবেল (৩৮)।
গত ৩ জুন এ অগ্নিকাণ্ড ঘটে। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের আগুনের ঘটনায় মোট আটজন ভর্তি হন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, দগ্ধদের মধ্যে প্রথমে মারা যান তাজুল ইসলাম। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল। এরপর শনিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। একই রাতে মারা যান রুবেল, তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।
এছাড়া এ ঘটনায় ইমতিয়াজ নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষের সময় রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ
১ বছর আগে