২ গৃহবধূ
চট্টগ্রামে ২ গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাউজান উপজেলা থেকে সোমবার (১২ জুন) সকালে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতেরা হলেন- সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার আরিফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (২৪) এবং রাউজানের পাহাড়তলী ইউনিয়নের কালা মিয়ার মেয়ে ফাতেমা আকতার (২৯)।
আরও পড়ুন: সিলেটে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ৯ টার সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার মহাসড়কের পাশের একটি পুকুরে ভাসছিল সেলিনা বেগমের লাশ।
নিহতের স্বামী আরিফুল ইসলাম পেশায় একজন রিক্শাচালক।
তিনি জানান, তার স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী রাত ১টার দিকে সকলের অলক্ষ্যে ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে জানতে পারেন পার্শ্ববর্তী আবুল খায়ের মাস্টারের কলোনির পুকুরে ভাসমান অবস্থায় এক যুবতীর লাশ ভাসছে। সেখানে গিয়ে তিনি তার স্ত্রীর লাশ শনাক্ত করেন।
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, ভাসমানবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তার স্বামী ও বাপের বাড়ির লোকজন জানান যে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।
অন্যদিকে, রাউজানে নিখোঁজের ১২ ঘণ্টা পর ফাতেমা আকতার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুপাড়া হৃদের খাল সংলগ্ন একটি খালে তার লাশ ভাসছিল।
নিহত ফাতেমা ওই এলাকার কালা মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজন জানান, রবিবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হন ফাতেমা। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। পরে সোমবার ভোরে একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, নিখোঁজের পর এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাটে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে