আবুল খায়ের আবদুল্লাহ
বরিশাল সিটি নির্বাচনে আ. লীগ সমর্থিত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ জয়ী
বেসরকারি ফলাফল অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন (বিসিসি )নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির রাত ৯টা ৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
আবুল খায়ের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে (হাতপাখা) ৫৩ হাজার ৯৭৯ ভোটে পরাজিত করেছেন। সৈয়দ ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।
এদিকে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন বলে জানান আবুল খায়ের।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস (লাঙল) পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট, স্বতন্ত্র মেয়র প্রার্থী (টেবিল ঘড়ি) মো. কামরুল হাসান রূপন পেয়েছেন ৭ হাজার ৯৯৯ ভোট এবং জাকের পার্টির প্রার্থী (গোলাপ) মো. মিজানুর রহমান বাচ্চু পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট।
আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচনে আ. লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক জয়ী
বিসিসি নির্বাচনে মোট ২লাখ ৭৬ হাজার ২৯৭ ভোটারের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১৭৭ জন তাদের ভোট দিয়েছেন।
রিটার্নিং অফিসারের তথ্যমতে, বরিশালে ভোটার উপস্থিতি ৫১ দশমিক ৪৬ শতাংশ রেকর্ড করা হয়েছে।
বিসিসি নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট দেওয়ার জন্য সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে।
বিসিসি নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী, ১১৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করেন।
ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪৫০০ সদস্য, বিজিবির ১০ প্লাটুন, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: বরিশাল ও খুলনা সিটিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে: ইসি হাবিব
বরিশাল সিটি নির্বাচন: হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলাকারী আটক
১ বছর আগে