তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ
সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক: সংসদে হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বৃহস্পতিবার সংসদে বলেছেন, বর্তমান সরকার কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না।
তিনি বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় বর্তমান সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব সরকার অত্যন্ত আন্তরিক। এই সরকার প্রিন্ট মিডিয়াতে অবাধ সংবাদ প্রচারে কোনোভাবেই হস্তক্ষেপ করছে না।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার (ঢাকা-৪) প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: সাধারণ মানুষের সামনে সরকারের সাফল্য তুলে ধরুন: ড. হাছান
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব উপস্থাপন করা হয়।
হাছান মাহমুদ বলেন, সরকার এ খাতের গুণগত মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর (টাঙ্গাইল-৬) এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন যে কোনো সংবাদপত্র বা অনলাইন পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পেলে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর (নারায়ণগঞ্জ-২) এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন যে গণমাধ্যমবান্ধব সরকারের উদার সম্প্রচার নীতিমালার কারণে বর্তমান সরকার বেসরকারি খাতে ৪৮টি টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপিটিভি ও ৩৬৭টি নিউজ পোর্টালকে অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: শত ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন ড. হাছান
জামায়াতকে দিয়ে আসন্ন জাতীয় নির্বাচন প্রতিহত করার বিষয়ে বলিয়েছে বিএনপি: হাছান মাহমুদ
১ বছর আগে