রাসিক
পলায়নকালে দর্শনা চেকপোস্টে রাসিক কাউন্সিলর ও তার সহযোগী আটক
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীকে আটক করে বিজিবি।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
আটকরা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী (৫০) এবং তার সহযোগী নাজমুল হোসেন (৩৪)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সদর দপ্তরের একটি সূত্র জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তাও দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত পারাপারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে রাস্তার ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা
শেরপুর শহর পরিষ্কার করতে রাস্তায় শিক্ষার্থীরা
৪ মাস আগে
রাজশাহীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কাউন্সিলর পদপার্থীকে নির্বাচন কমিশনার সেজে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার (১৬ জুন) রাতে রাজধানীর শেখের টেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন কক্সবাজারের মহেশখালী থানার পুটিবিলা গ্রামের কবির উদ্দিনের ছেলে।
শনিবার (১৭ জুন) দুপুরে আরএমপি’র সদর দপ্তরে পুলিশ কমিশনার আনিসুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আরও পড়ুন: অনলাইন জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
তিনি জানান, আসন্ন রাসিক নির্বাচনকে সামনে রেখেও প্রতারণার ফাঁদ পাতেন গ্রেপ্তার গিয়াস উদ্দিন। নির্বাচন কমিশনার সেজে ৮ জুন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী মো. আরমান আলীকে ফোন দেন তিনি। এরপর ওই কাউন্সিলর প্রার্থীর কাছে টাকা দাবি করেন এবং অর্থ না দিলে রাসিক নির্বাচনের ফলাফল পরিবর্তনের হুমকি দেন।
এ ঘটনায় কাউন্সিলরপ্রার্থী আরমান আলী এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম মোস্তফার অভিযোগের প্রেক্ষিতে ওইদিনই বোয়ালিয়া মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি করা হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও দুইটি মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: মাগুরায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার
মাদারীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
১ বছর আগে