নারী পোশাককর্মী
গাজীপুরে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইসলামপুর এলাকায় এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সীতা বেগম (৩৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালী গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকায় স্বামী ও স্ত্রী পরিচয়ে স্থানীয় শামসুর রহমানের বাসা ভাড়া নেন সীতা বেগম। ওই বাড়িতে ভাড়ায় বসবাস করে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। মঙ্গলবার তার কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে লাশ উদ্ধার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিটকিনি লাগানো ঘর থেকে সীতা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ধারণা করা হচ্ছে- সীতা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি। পলাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নাটোরের সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মিরসরাই থেকে ফেনীর সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার
১ বছর আগে
ময়মনসিংহে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা: রাস্তায় লাফিয়ে পড়া সেই নারী পোশাককর্মীর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় নিজের সম্ভ্রম রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়া সেই নারী পোশাককর্মী মারা গেছেন। রবিবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শামছুন্নাহার (৩৮) কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে এবং দুই সন্তানের জননী।
জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শামছুন্নাহার জেরার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি নয়নপুর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রিদিশা গার্মেন্টেসে চাকরি করতেন।
শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে শামছুন্নাহার কাজ শেষে একটি মিনিবাসে করে ভালুকায় ফিরছিলেন। বাসটি ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে আসার পর বাসের অন্য যাত্রীরা নেমে যায়।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত, আটক ১
এই সুযোগে বাসের চালক রাকিব মিয়া তার দুই সহকারীসহ শামছুন্নাহারকে ধর্ষণের চেষ্টা করেন। সম্ভ্রম বাঁচাতে শামছুন্নাহার চলন্ত বাস থেকে লাফ দেন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ আহত নারীকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান না ফেরায় রাত ২টার সময় আশঙ্কাজনক অবস্থায় মমেক হাসপাতালে পাঠানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, শামছুন্নাহারের মাথার আঘাত খুব গুরুতর ছিল। শনিবার দুপুরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউ এ স্থানান্তর করা হয়। মূলত অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালক রাকিব মিয়া (২১), বাসের হেলপার আরিফ মিয়া (২০) এবং সুপারভাইজার আনন্দ দাসকে (১৯) গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। পরে শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের লাশ মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে বাসচাপায় পোশাককর্মী নিহত, তরুণীর লাশ উদ্ধার
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, ১৬ জন আহত
১ বছর আগে