পোশাকশ্রমিক
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: শ্রমিক নিহত
বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে রাসেল হাওলাদার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) ভোগড়াসহ আশপাশের এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হাওলাদার নগরীর ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কোম্পানির বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার কলম্বিয়া কারখানার পাশের নুর আলমের বাসার ভাড়াটিয়া ছিলেন।
আরও পড়ুন: ঢাকায় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদের লাশ নাটোরে পৌঁছেছে
এদিকে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে শ্রমিকরা দাবি করলেও পুলিশের দাবি, তাদের গুলিতে কেউ মারা যায়নি।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেতন বাড়ানোর দাবিতে সোমবার বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছিলেন। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কারখানা ছুটি দেওয়া হয়। এ সময় পুলিশ আন্দোলনরত অন্য কারখানার শ্রমিকদের উপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সে সময় দোকানের সামনে থাকা রাসেল গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে তায়ারুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তারেক হাসান জানান, হাসপাতালে একজন গার্মেন্ট কর্মীকে মৃত অবস্থায় আনা হয়। মৃতের গলা ও শরীরে ছোট ছোট গোলাকার লাল রঙের দাগ ছিল। আবার হাতে পুরোপুরি ব্যান্ডেজ করা ছিল।
তিনি আরও জানান, আমরা পুলিশের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে মনে হয়নি, তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে।
ওসি আরও জানান, একপর্যায়ে তারা একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গেছেন কি না এমনটা তার জানা নেই।
আরও পড়ুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রামেক হাসপাতালের চিকিৎসক গোলাম কাজেম নিহত
ফিলিস্তিনের ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান শেখ হাসিনার
১ বছর আগে
ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকেরা। সোমবার দুপুর ১২ টা থেকে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা একত্র হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে গতকাল রবিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ করে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
আরও পড়ুন: গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে ও থেঁতলিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সোমবার (১৯ জুন) সকাল থেকেই শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকে। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকরা আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ করে বিক্ষোভ করতে থাকে।
ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার এডমিন অফিসার বজলুর রশিদ বলেন, প্রতিমাসের বেতনের সঙ্গে ওভারটাইম দেওয়া হয়। কিন্তু গত মাসে সমস্যার কারণে ওভারটাইম দেওয়া হয়নি। যার কারণে শ্রমিকরা রবিবার সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাক। পরে তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
তিনি আরও বলেন, সোমবার সকাল থেকেই কাজ বন্ধ করে বসে থাকে শ্রমিকরা। তাদের দাবি গত মাসের ওভারটাইম এবং ঈদ বোনাস আজকেই দিতে হবে। তারা কর্তৃপক্ষকে কোনো সময় না দিতে চাননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকদের বুঝিয়ে প্রায় এক ঘন্টা পর সড়ক থেকে সরিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়। দ্রুত সময়ের মধ্যে ওভারটাইম পেয়ে যাবে তারা। ঈদ বোনাসের বিষয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের কথা বলছেন।
আরও পড়ুন: গাজীপুরে স্কুলছাত্রী ও দাদিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল নিহত
১ বছর আগে