মেয়ে সংক্রান্ত বিরোধ
বাগেরহাটে মেয়ে সংক্রান্ত বিরোধ: ব্লেডের আঘাতে ৩ সহপাঠী আহত, আটক ১
বাগেরহাটের ফকিরহাটে মেয়ে সংক্রান্ত বিরোধে এক সহপাঠীর ব্লেডের আঘাতে তিন সহপাঠী আহত হয়েছেন। সোমবার (১৯ জুন) দুপুরে সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের কাছে মূলঘর ইউনিয়নের শান্তিগঞ্জ মোড়ে এই ঘটনা ঘটে।
এদিকে ব্লেড দিয়ে আঘাত করা শিক্ষার্থী নাসির সরদারকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
আহতরা হলেন- ফকিরহাট উপজেলার সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র জাকারিয়া হাওলাদার (১৭), জয়ন্ত রাহা (১৭) এবং এইক শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ (১৬)।
আহতদের মধ্যে দুইজন শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
আটক নাছির সরদার ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে ফকিরহাট উপজেলার আড়–য়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে।
আহত শিক্ষার্থীরা জানায়, দুপুরে পরীক্ষা শেষ করে কলেজ থেকে বের হওয়ার সময় নাছিরের সঙ্গে তাদের গায়ে ধাক্কা লাগে। এসময় নাছির হঠাৎ করে ধারালো কিছু দিয়ে তাদের এলোপাতাড়ি ভাবে আঘাত করে জখম করে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ সাংবাদিকদের জানান, আহত অবস্থায় তিনজন শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন স্থানে ধারারো কিছু দিয়ে আঘাতের চিহৃ রয়েছে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে নাছির সরদার নামে ওই শিক্ষার্থী তার তিন শিক্ষার্থীকে ব্লেড দিয়ে পোচ দিয়ে আহত করে।
তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করা হয়েছে। এঘটনায় পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রাসিক নির্বাচন: গভীর রাতে নির্বাচন কর্মকর্তার বাসা থেকে আ.লীগ নেতা আটক
সাংবাদিক নাদিম হত্যা: পঞ্চগড় থেকে ইউপি চেয়ারম্যান বাবু আটক
১ বছর আগে