শীর্ষ নেতৃত্ব
অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের দ্বারপ্রান্তে গণ অধিকার পরিষদ
বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠনের প্রায় ২০ মাস পর দলটিতে বিভক্তি দেখা দিয়েছে। শীর্ষ নেতৃত্বে ক্রমবর্ধমান দ্বন্দ্বে নুরুল হক নুর দলের আহ্বায়ক পদ থেকে রেজা কিবরিয়াকে সরিয়ে দিয়েছে।
কিবরিয়ার জায়গায় রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে দলের সদস্য সচিব সাবেক ডাকসু সহ-সভাপতি নুরের অনুসারীরা।
এর জবাবে নুর ও রাশেদকে দল থেকে বহিষ্কার করেন কিবরিয়া।
দলের দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুর ও তার সমর্থকরা সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে যুগ্ম আহ্বায়ক রাশেদকে দলের আহ্বায়ক পদে মনোনীত করেন।
আরও পড়ুন: ভারতের প্রেসক্রিপশনে কিছু 'নিরপরাধ' জামায়াত নেতাকে ফাঁসি দিয়েছে সরকার: নূর
বৈঠকে রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়ের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিতে সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে আহ্বায়ক মনোনীত করা হয়।’
সম্প্রতি রেজা ও নুর দুজনেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একে অপরের বিরুদ্ধে আর্থিক ও সাংগঠনিক বিষয়ে 'স্বচ্ছতার অভাব ও মিথ্যাচারের' অভিযোগ এনে পোস্ট দেওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভেদ দেখা দেয়।
কম্বোডিয়ায় অবস্থানরত রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলের অর্থায়ন এবং মোসাদের সদস্য মেন্দি এন সাফাদিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নুরের বৈঠক নিয়ে প্রশ্ন তোলায় তাদের দলে এই সমস্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, নুর ও রাশেদের আয়ের উৎস দৃশ্যমান নয় এবং তিনি মনে করেন তারা চাঁদাবাজির ওপর ভিত্তি করে জীবনযাপন করছেন।
তিনি বলেন, ‘নুর অহংকার করে নিজেকে দলের প্রবাসী অধিকার পরিষদের প্রধান ঘোষণা করেন এবং দলের জন্য তহবিল সংগ্রহের জন্য কাতারসহ বিভিন্ন দেশ সফর করেন। তবে তিনি কত টাকা সংগ্রহ করেছেন তা প্রকাশ করেননি।’
রেজা বলেন, গত রবিবার গুলশানে দলের এক জরুরি বৈঠকে তিনি আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের কারণ সম্পর্কে নুরের কাছে ব্যাখ্যা চেয়েছেন। পরে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিলে তিনি সভা মুলতবি করতে বাধ্য হন।
সভা শেষে তিনি বলেন, নুর ও তার সমর্থকরা দল ভাঙার চেষ্টা করছেন।
আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সিলেটে ভিপি নুরের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল
রেজা বলেন, সিনিয়রসহ দলের ৭৫ শতাংশ নেতাকর্মী তার সঙ্গে আছেন।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে নুর ও রাশেদকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব শিগগিরই আবার বৈঠকে বসব এবং আমাদের দলের নতুন সদস্য সচিবের নাম ঘোষণা করব।’
তবে নুর বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
তিনি অভিযোগ করেন, রেজা তার নিজের অপকর্ম, দলবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ আড়াল করতেই এসব অভিযোগ এনেছেন।
গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার স্লোগান নিয়ে রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সদস্য সচিব করে ২০২১ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ গণঅধিকার পরিষদ গঠিত হয়।
আরও পড়ুন: ৭ কর্মদিবসে সাবেক ভিপি নুরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজিরের নির্দেশ
১ বছর আগে