শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ
সিরাজগঞ্জে ২ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে ২১৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যেই কেন্দ্রসমূহে ভোট গণনা শুরু হয়েছে।
এ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা দুটির কেন্দ্রসমূহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের ২টি উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রসমূহে ভোটারদের উপস্থিতি সংখ্যা কিছুটা কম ছিল।
কেন্দ্রের বাইরে ছোটখাট ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে
উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নবী নেওয়াজ খান (হেলিকপ্টার), আকমল হোসেন (আনারস), জহুরুল ইসলাম মিল্টন (দোয়াত কলম), সেলিনা মির্জা (মোটরসাইকেল), হেদায়েত আহম্মেদ (ঘোড়া) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লাপাড়া উপজেলায় ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ২৮৬ জন এবং কেন্দ্র সংখ্যা ১৪৪টি।
এছাড়া তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে মনিরুজ্জামান (দোয়াত কলম) ও সনজিৎ কুমার কর্মকার (আনারস) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৬২৬ জন এবং ভোটকেন্দ্র সংখ্যা ৭১টি।
ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ওই ২টি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উক্ত ২টি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার মোতায়েনসহ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ শুরু
৬ মাস আগে
সিলেট সিটি নির্বাচন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
আল-জামেয়া আইডিয়াল একাডেমি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশাতুর চৌধুরী বলেন, সিলেট নগরীর জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে দেখা গেছে।
সকাল ৮টার আগেই ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেন।
ভোটকেন্দ্রটিতে ভোট দিতে আসা শাহা তরণ মিয়া (৬৫) বলেন, ‘অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমি আশা করি যারা নির্বাচিত হবেন তারা আমাদের জন্য কাজ করবেন।’
আরও পড়ুন: রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি
সকাল ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন পুরুষ ও ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন নারীসহ মোট ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন ভোট দেবেন।
সকাল থেকেই প্রায় সব ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে।
পুলিশ, র্যাব ও গোয়েন্দা দল নগরীতে টহল দিচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বেশ কয়েকটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।
এ বছর সিলেট সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে ১৯০টি ভোটকেন্দ্রে এক হাজার ৭৪৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থীসহ ৪১ নেতাকর্মীকে শোকজ
সিলেট সিটি নির্বাচন: আ. লীগ ও জাতীয় পার্টির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
১ বছর আগে