প্রিয়তমা
আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?: ইধিকা
‘প্রিয়তমা’ দিয়ে প্রথমবার ঢালিউডের সিনেমায় অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এদেশের দর্শকের মাঝে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
তবে সম্প্রতি ইধিকা পালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজল।
আরও পড়ুন: রাজনীতির মাঠে সরব মাহি
ইধিকা অশ্লীল পোশাক পরেন বলে গণমাধ্যমে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ঢাকা সফরে আসেন ইধিকা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ডিপজলের মন্তব্যের জবাব দেন।
তিনি বলেন, ‘তিনি সিনেমার বড় মাপের মানুষ। তাকে নিয়ে তো নতুন করে বলার নেই। তবে একটা কথা বলি। আমার যতদূর ধারণা, উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক পরি। তার কাছে আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?’
ইধিকা পাল আরও বলেন, ‘এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি। শুধু পোশাক-আশাক তো অশ্লীল হয় না, অশ্লীল মনও হয়। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক-আশাক নিয়ে মন্তব্য করাটাই অশ্লীল আচরণ, আমারটা নয়।’
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার কিরাম আর্টস ফেস্টিভালে বাংলাদেশের পূজা
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
১১ মাস আগে
ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
এ বছর কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা।’ হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় ঢালিউড তারকার সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল।
বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও সিডনিতেও বেশ প্রশংসা কুড়ায় ‘প্রিয়তমা।’ এবার ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পেল ভারতে।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
খবরটি শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ এর সূত্রে জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে।
আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’র গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
১ বছর আগে
দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সেই তালিকার নামগুলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’। এরমধ্যে প্রথম তিনটি সিনেমা তুলনামূলক দর্শকদের আগ্রহে এগিয়ে থাকলেও অন্যগুলোও নিজ গুণে এগিয়ে যাচ্ছে।
তবে সব কিছুর চেয়ে ঈদে যে এখন হলে দর্শকের ভীড় বাড়ছে এটিই সবচেয়ে ইতিবাচক দিক।
যদিও মাল্টিপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনের করুণ অবস্থার সমাধান নিয়ে কোনো সম্ভাবনা এখনও তৈরি হয়নি। তবে এরমধ্য দিয়েই ঈদে বাংলা সিনেমা মুক্তি নিয়ে যে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবারের মতো এই ঈদেও শাকিব খানের সিনেমা পেয়েছে সর্বোচ্চ ১০৫টি হল। ‘প্রিয়তমা’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। আর শাকিব খানের বিপরীতে রয়েছে কলকাতার নায়িকা ইধিকা পাল।
মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে ‘প্রিয়তমা’। শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশি সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
অন্যদিকে আফরান নিশো বড়পর্দায় অভিষেকটা যেমন হয়েছে, সেটিই যেন তার প্রাপ্য ছিল। কারণ ছোটপর্দায় শীর্ষ জনপ্রিয় একজন অভিনেতার বড়পর্দায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকের গ্রহণযোগ্যতা। আর সেই পরীক্ষা হয়তো উতরে যাচ্ছেন নিশো। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রায়হান রাফির পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। নিজের প্রথম সিনেমাটি দর্শকদের সঙ্গে হলে বসে দেখেছেন নিশো। তবে সেটি লুকিয়ে।
‘সুড়ঙ্গ’ প্রদর্শনীর সময় দর্শকদের মনোযোগে যেন বিঘ্ন না ঘটে তাই লুকিয়ে ছিলেন নিশো। কিন্তু সিনেমা শেষে ঠিকই সবার সামনে আসেন এই তারকা।
গণমাধ্যমে নিশো বলেন, ‘ঈদের দিন দুটি হলে আমার সিনেমাটি দেখতে গিয়েছে। দর্শকের যেমন উন্মাদনা দেখেছে তাতে আমি মুগ্ধ। প্রথম সিনেমায় যেটুকু পাচ্ছি তার আমার জন্য অনেক।’
আরও পড়ুন: ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
অন্যদিকে ‘প্রহেলিকা’ সিনেমার টিমকে দেখা যাচ্ছে বিভিন্ন হলে। চয়নিকা চৌধুরীর পরিচালনা এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরলেন মাহফুজ আহমেদ। এছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন শবনম বুবলি ও নাসির উদ্দিন খান।
বুবলি ইউএনবিকে বলেন, ‘আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিতে পুরোপুরি ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। দর্শকদের সাড়া এখন পর্যন্ত মুগ্ধ। বিভিন্ন সিনেমা হলে যাচ্ছি। দর্শকদের প্রতিক্রিয়া সামনে থেকে দেখার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।’
এছাড়া ‘ক্যাসিনো’ সিনেমায় নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
অপু বিশ্বাস প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন এবার ঈদে। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ শিরোনামে সিনেমাটিতে প্রযোজনার পাশাপাশি নায়িকার চরিত্রের রয়েছেন তিনি। তার বিপরীতে রয়েছেন সায়মন সাদিক। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
১ বছর আগে
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
শোবিজ জগতে বাংলা সিনেমা আলোচনার দ্বিতীয় সাড়িতে ছিল বহুদিন। অশ্লীলতার সময় পেরিয়ে ঢালিউডে খুব বেশিদিন সুবাতাস বয়নি। এ যেন এক ঘুনে খাওয়া অবস্থা। আর ঈদে বাংলা সিনেমার চেয়ে টিভি নাটক নিয়েই গণমাধ্যমের পাতায় বেশি খবর ও আলোচনা প্রকাশ পেত।
সেই সময়টা ঘুরেছে। এখন ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকছে বাংলা সিনেমা। এমনকি ঈদের দুই-তিন মাস পর্যন্ত তা স্থায়ী হচ্ছে। তাই বলা যায় শুধু আলোচনা নয়, এরসঙ্গে ব্যবসার দিক থেকে নতুন দিগন্তে ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
কয়েকদিন আগে পর্যন্তও চিত্রনায়ক শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির একমাত্র শক্ত খুঁটি ছিল। এই সময়ে অনেকে নায়কের সাড়িতে থাকলেও, ঠিক যেন কিছু হয়ে উঠছিল না।
তবে গত বছর থেকে ঢালিউডের চেহাড়া পাল্টে দিল তরুণ কয়েকজন নির্মাতা। সেই তালিকায় রয়েছেন- মেজবাউর রহমান সুমন, রায়হান রাফি, তপু খানসহ আরও কয়েকজন।
এরমধ্য দিয় ঢালিউডে একটি বিষয় ফিরে এলো যে নির্মাতা হলো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এই অভাবটা ইন্ডাস্ট্রিতে ছিল বহুদিন। এরসঙ্গে ঈদ উৎসবে সিনেমার প্রভাবও বেড়ে গেল। দর্শক হলমুখি হওয়া শুরু করলো। এরপর যেটা প্রয়োজন ছিল সেটি নিয়মিত থাকা।
এ বছরের রোজার ঈদ আর আসন্ন কোরবানি ঈদ সেই ধারাবাহিকতা এখন ঠিকঠাক।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
আগামীকাল ঈদুল আযহা। এ দিন মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনমা। সেগুলো হলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
হল বুকিংয়ের দিক থেক শাকিব খানের সিনেমা বরাবরই এগিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন ১০৭টি হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ আদনান। কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।এতে আরও অভিনয় করছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এবার ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই তারকার সিনেমায় আগমনকে ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে ৩০টির মতো হল বুকিং হয়েছে।রাফি জানান, পরবর্তীতে তা আরও বাড়নো হবে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’তে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদের পর কলকাতায় মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
এবার ঈদের আরও একটি চমক হলেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই তারকা ফিরছেন ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরীর নির্মাণে এতে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি।পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এবার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাবে তার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস।
‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সায়মন সাদিক।
রোজার ঈদের পর এবারের ঈদেও মুক্তি পাচ্ছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা। ‘ক্যাসিনো’ শিরোনামে এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও শবনম বুবলি।
এছাড়াও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
সিনেমার লাভ-লোকসানের হিসেবটা যাই হোক প্রতিটি সিনেমাই আগামীর দর্শক তৈরি করে যাবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
১ বছর আগে
আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
ঈদে সিনেমা মুক্তির সংখ্যা বেড়েছে। এই প্রতিযোগিতায় বরাবরই আলোচনার শীর্ষে থাকেন শাকিব খান। আর ধারাবাহিকতা থাকছে আসন্ন কুরবানির ঈদেও।
এরইমধ্যে সবার জানা, ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা 'প্রিয়তমা'।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
এরইমধ্যে ঢালিউড কিং এর ফার্স্টলুক প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।
তবে এতদিন পর্যন্ত সেন্সরবোর্ডের কাছে জমা ছিল 'প্রিয়তমা'। অবশেষে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ।
'প্রিয়তমা'র ফার্স্টলুক প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই শাকিবের প্রশংসায় মেতে উঠে।
সেই সাড়িতে ছিলেন তার সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
আরও পড়ুন: চলচ্চিত্রে এবার যারা সরকারি অনুদান পেলেন
তারকাদের স্মৃতিচারণে ‘বাবা’
১ বছর আগে