ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
ভোলা সদর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছোট ভাই মজনু।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
নিহত আবদুল মালেক (৭০) ও অভিযুক্ত তাজল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তার ছোট ভাই তাজল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের পাশাপাশি নির্বাচনি ফলাফল নিয়ে বৃস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এসময় তাজলের পরিবারের লোকজনের হামলায় আবদুল মালেক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় ও গুরুতর আহত হন তাজলের আরেক ছোট ভাই মজনু।
পরে আহত মজনুকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ঘটনার পর পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আবদুল মালেক নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও দুইজনকে আটক করা হয়েছে।
৫ মাস আগে
গোবর ফেলা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলা নিয়ে বাকবিতণ্ডা থেকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার(২৭ মার্চ) চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে হানিফ বড় ও অভিযুক্ত আনিছ মিয়া দ্বিতীয়।
প্রত্যক্ষদর্শী হিমেল জানান, দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছে।
আরও পড়ুন: শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ
বুধবার দুপুরে গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মেজ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। এক পর্যায়ে কাঠের টুকরো দিয়ে আঘাত করলে টুকরোটি বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়।
আহতাবস্থায় হানিফ মিয়াকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের অভিযোগ
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কের আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পরপর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
৭ মাস আগে
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে আবু তাহের (৬০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোটভাই ও তার ছেলেদের বিরুদ্ধে।
শনিবার (২৪ জুন) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের আকবরের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আবু তাহেরের ছেলে আজম ও তার স্ত্রী আহত হয়েছেন।
ঘটনার পরপরই পালিয়ে যান ছোট ভাই ইউসূফ ও তার ছেলেরা।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীকে কুপিয়ে খুন করে ৯৯৯-এ স্ত্রীর ফোন
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, পারিবারিক বিরোধের ঘটনায় ছোট ভাই ও তার ছেলেরা বড় ভাই আবু তাহেরকে পিটিয়ে, লাথি মেরে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পলাতকদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঝিকরগাছায় ২৪০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
সাংবাদিক রব্বানীর খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: এমএসএফ
১ বছর আগে