নর্থ বেঙ্গল
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ)-এর নব নির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
শনিবার ( ২৪ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দায়িত্ব হস্তান্তর,ফল উৎসব ও ভাওয়াইয়া-গম্ভীরা গানের আয়োজন করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি মোদাব্বের হোসেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক মুফদি আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় সংগঠনের উপদেষ্টাদের অন্যতম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু ও এম এ আজিজ দায়িত্ব হস্তান্তরকালে মঞ্চে উপস্থিত ছিলেন।
অনাড়ম্বর এ আয়োজন শেষে ফল উৎসবের উদ্বোধন করেন শফিকুল করিম সাবু।
আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সিনিয়র ও সাধারণ সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নেতারা যোগ দেন।
আরও পড়ুন: মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে হতাশাজনক ব্যর্থতার স্বাভাবিকতার দৃষ্টান্ত: টিআইবি
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি ও বাসস-এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র বাদল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আইয়ূব ভূইয়া, আশরাফ আলী, সদস্য ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তাক মোবারকী,ভানু রঞ্জন চক্রবর্তী, আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম চৌধুরী, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
আয়োজনে ভাওয়াইয়া গান পরিবেশন করেন উত্তরাঞ্চলের খ্যাতিমান তরুন শিল্পী এ আর চৌধুরী পলাশসহ অন্যান্য শিল্পীরা।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যা: সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতায় সোচ্চার হওয়ার আহ্বান এমএফসি সদস্যদের
১ বছর আগে