আমদানির অনুমতি
আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার
বাজারে দাম স্থিতিশীল রাখতে রবিবার ৫টি কোম্পানিকে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি কোম্পানি এক কোটি ডিম আমদানি করতে পারবে।
কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ভেঞ্চার লিমিটেড, জেএফজে প্যারাডাইস কানেকশন, লায়েক এন্টারপ্রাইজ, মেসার্স লাকি এন্টারপ্রাইজ ও মেসার্স পিংকি ট্রেডার্স।
আরও পড়ুন: আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন: বাণিজ্য মন্ত্রণালয়
তবে যেসব দেশ থেকে ডিম আমদানি করা হবে সেসব দেশের নাম উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর আগে ২৩ আগস্ট বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘোষণা দেন, প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা নগরীর বিভিন্ন পাইকারি বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছেন।
আরও পড়ুন: ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার: বাণিজ্য সচিব
আলু, পেঁয়াজ, চিনি, সয়াবিন ও ডিমের দাম নির্ধারণ করেছে সরকার
১ বছর আগে
দাম বৃদ্ধির কারণে দেশে কাঁচা মরিচ আমদানির অনুমতি
ঈদুল আজহাকে সামনে রেখে স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে মরিচ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রবিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় ৩০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।
এছাড়া ৬৮টি কোম্পানিকে ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
খুলনায় ভোজন রসিকদের টানছে কাঁচা মরিচের রসগোল্লা
১ বছর আগে