বিএসসিআইসি
শিল্প উন্নয়নে সহযোগিতা করতে ডিসিসিআই ও বিএসসিআইসি’র সমঝোতা স্মারক সই
শিল্প উন্নয়নে সহযোগিতা করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) একটি সমঝোতা স্মারক সই করেছে।
সোমবার (২৬ জুন) ডিসিসিআই মিলনায়তনে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার এবং বিসিক চেয়ারম্যান মো. মাহবুবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নথিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: পর্তুগালের এআইসিইপি’র সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সমঝোতা স্মারক সই করল ইপিবি
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার বলেন, এই সমঝোতা স্মারক অনুযায়ী ডিসিসিআই-এর নতুন সদস্য তালিকাভুক্তি/সদস্য নবায়ন এবং কান্ট্রি অব অরিজিন (সিও) পরিষেবাগুলো বিসিকের ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে একীভূত হবে।
তিনি আরও জানান, বিসিকের ওএসএস বর্তমানে নিজস্ব ২৯টি এবং অন্যান্য ১৩টি সংস্থার পরিষেবা প্রদান করে। এছাড়া, এই সমঝোতা স্মারক অনুযায়ী বিসিকের যে কোনো ঢাকাভিত্তিক সদস্য ডিসিসিআই-এর সদস্য হতে পারবেন।
তিনি বলেন, আমরা যদি সমঝোতা স্মারকটি বাস্তবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে এটি শুধুমাত্র একটি স্বাক্ষরিত দলিল হিসেবে থাকবে এবং এর থেকে কেউ কোনো সুবিধা পাবে না।
বিসিকের চেয়ারম্যান মো. মাহবুবর রহমান বলেন, দেশে দ্রুত শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিসিক প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরও বলেন, তার বিশ্বাস স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক দেশে শিল্পায়নকে সহজতর করবে।
এছাড়াও, এই সমঝোতা স্মারকটি ভবিষ্যতে বৃহত্তর ব্যবসায়িক একীকরণের জন্য বিসিক ও ডিসিসিআই সদস্যদের মধ্যে সেতু হিসেবে কাজ করবে বলে তিনি জানান।
ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান), সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনা আলী, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি), বিসিক, কাজী মাহবুবুর রশীদ এবং ডিজিএম (প্রযুক্তি) ও আইসিটি প্রধান, বিসিক ইঞ্জি. মো. দেলোয়ার হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে এফবিসিসিআই- জেসিসিআই সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রীর জাপান সফর: ঢাকা ও টোকিওর মধ্যে ৮-১০টি চুক্তি, সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
১ বছর আগে