মার্কিন আন্ডার সেক্রেটারি
পাচারের শিকার শিশুদের জন্য স্টেট ডিপার্টমেন্টের ১ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা
বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ফ্রিডম ফান্ড এবং এর অংশীদারদের জন্য স্টেট ডিপার্টমেন্ট থেকে ১ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছেন।
এই প্রোগ্রামের মাধ্যমে পাচারের শিকার হওয়া ৫০০টিরও বেশি শিশু পুনর্মিলন পরিষেবা পাবে।
আন্ডার সেক্রেটারি জেয়া বলেছেন, ‘আরও অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আমাদের একটি অত্যাবশ্যক অংশীদার। আমাদের অংশীদারিত্ব ভাগ করা গণতান্ত্রিক নীতি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার মাধ্যমে সমুন্নত করা হয়।’
জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার ব্যুরোর সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু সহ স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন মার্কিন সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ১১-১৪ জুলাই ঢাকা ও কক্সবাজার সফর করেন। এসময় তারা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, রোহিঙ্গা শরণার্থী, মানবিক সংস্থার প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আন্ডার সেক্রেটারি জেয়া বাংলাদেশে আশ্রয়রত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের এবং তাদের স্বাগতিক সম্প্রদায়কে সমর্থন করার জন্য প্রায় ৬১ মিলিয়ন ডলারসহ মিয়ানমার ও বাংলাদেশে প্রতিক্রিয়া প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ৭৪ মিলিয়নের অতিরিক্ত মার্কিন মানবিক সহায়তার ঘোষণা করেছেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মতে, রোহিঙ্গাদের ও স্বাগতিক সম্প্রদায়কে সাহায্য করার জন্য ২০১৭ সাল থেকে তারা মোট ২ দশমিক ১ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা করেছে।
বাংলাদেশে থাকাকালীন আন্ডার সেক্রেটারি জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন।
তিনি শ্রমিকনেতা, সুশীল সমাজের নেতা এবং মানবাধিকার কর্মীদের সঙ্গেও দেখা করেছেন।
১ বছর আগে
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়া
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি ধারাবাহিক বৈঠক করবেন।
বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের আগে জেয়া আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করবেন।
সারাদিনের অন্যান্য ব্যস্ততা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার ডিনার করার কথা রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায় পৌঁছেছেন
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসার পর জেয়া টুইট করেছেন, ‘বাংলাদেশে এসে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।’
বুধবার তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত দিন কাটান।
জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি’র এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর প্রতিনিধিদলের অংশ হয়েছেন।
ঢাকা সাম্প্রতিক অতীতে ওয়াশিংটন থেকে একাধিক সফরের সাক্ষী হয়েছে। যার মধ্যে ২০২২ সালের ১৯-২৩ মার্চ রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের একটি সফর অন্তর্ভুক্ত।
চলতি বছরের শুরুতেও বাংলাদেশ সফর করেন লু। সাম্প্রতিক অতীতে ওয়াশিংটনের বাংলাদেশ নীতি নির্ধারণে ব্যাপকভাবে জড়িত ছিলেন লু।
আরও পড়ুন: রোহিঙ্গা নির্যাতনের কথা শুনলেন মার্কিন আন্ডার সেক্রেটারি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী
উজরা জেয়ার সফর: রোহিঙ্গা, শ্রম, মানবাধিকার ও নির্বাচন নিয়ে আলোচনা হবে
১ বছর আগে
রোহিঙ্গা নির্যাতনের কথা শুনলেন মার্কিন আন্ডার সেক্রেটারি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল।এসময় মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়নের কথা শুনেন তারা।
ক্যাম্পে মার্কিন আন্ডার সেক্রেটারি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের।
তিনি বলেন, আমাদের সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেোরি ও সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে বৈঠকে বসেন।
এসময় তিনি নারীদের সঙ্গে কথা বলেন।
মিয়ানমার সেনারা কীভাবে তাদের গ্রাম আগুনে পুড়িয়ে উচ্ছেদ করেছে নারীরা তাকে সেটা বলেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রেরপ্রতিনিধি দলকে রোহিঙ্গাদের পক্ষ থেকে আমরা বলি, বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ। ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। তবে যথেষ্ট শিক্ষাব্যবস্থা নেই। এই জীবন তাদের কাছে বন্দি মনে হয়। যত দ্রুত সম্ভব তারা স্বদেশে ফিরে যেতে চাই। প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্র যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে। এর সমাধানের আশ্বাস রোহিঙ্গাদের দেওয়া হয়েছে বলে জানান এই রোহিঙ্গা নেতা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রতিনিধিদল
এর আগে বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার একটি ফ্লাইটে প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
এসময় ইউএনএইচসিআর, আইএমও এবং আরআরআরসি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও শৃঙ্খলা বাহিনী তাদের স্বাগত জানান।
পরে সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন প্রতিনিধি দলটি। সকাল সাড়ে ১০টা নাগাদ উখিয়ার বালুখালীর ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিনিধি দলটি।
এ সময় তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিচালনাধীন সেবা ও সহযোগিতা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
এছাড়াও উখিয়ার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি বৈঠক শেষ করে বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির দলটি।
আরও পড়ুন: উজরা জেয়ার সফর: রোহিঙ্গা, শ্রম, মানবাধিকার ও নির্বাচন নিয়ে আলোচনা হবে
রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রচেষ্টা ত্বরান্বিত করার ওপর জোর আইসিসি’র চিফ প্রসিকিউটরের
১ বছর আগে
মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া জুলাইতে ঢাকা আসছেন
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবেন।
তিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে, সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন এবং মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার দূর করার জন্য বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।
তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি এবং সফরের বিষয়ে উভয় পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরও পড়ুন: শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন নিপীড়নের কোনো স্থান নেই: পররাষ্ট্র সচিব
একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, নিরাপত্তার কারণে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সাধারণত উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের গতিবিধি নিয়ে আলোচনা করে না, তবে বিষয়গুলো চূড়ান্ত হয়ে গেলে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সাম্প্রতিক অতীতে ওয়াশিংটন থেকে একাধিক প্রতিনিধি ঢাকা সফরে এসেছেন।
২০২২ সালের ১৯-২৩ মার্চ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড একটি সফর করেন।
এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফর করেন।
আরও পড়ুন: স্পিকারের সঙ্গে সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে ডব্লিউএইচও-এর প্রথম নির্দেশিকা প্রকাশ
১ বছর আগে