নির্বিঘ্ন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: অতিরিক্ত আইজিপি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান।
তিনি বলেন, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সব রকম পদক্ষেপ নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে শাহাবুদ্দিন খান এসব কথা বলেছেন।
আরও পড়ুন: কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না: আইজিপি
অতিরিক্ত আইজিপি বলেন, অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জোরদার।
এ ছাড়া মহাসড়কে অবৈধ গাড়িগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে।
শাহাবুদ্দিন খান আরও বলেন, আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ পথ নির্বিঘ্ন নিরাপদ করতে সরকারের যুগোপযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণসহ দেশের গুরুত্বপূর্ণ সব সড়ক মহাসড়ক ৪ লেন থেকে ৬ লেনে উত্তীর্ণ হয়েছে। তাই আগামী ঈদযাত্রা হবে এযাবৎকালের সবচেয়ে স্বস্তির। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা নিয়েছে। ঈদের পরেও রাজধানী ও অন্যান্য শহরগামী মানুষের নিরাপদ এবং নির্বিগ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বগুড়া হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. ওয়াদুদ ও ওসি আব্দুল কাদের জিলানী।
আরও পড়ুন: ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে: আইজিপি
সাধারণ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ: আইজিপি
৮ মাস আগে
নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ নির্বাচন কমিশনের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আওয়াল।
শুক্রবার যশোরে খুলনা বিভাগের ১০ জেলার ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি।
সকাল ১০টা থেকে শুরু হওয়া মতবিনিময় সভা শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটে। এরপর ১২টা ৫৫ মিনিটে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার।
আরও পড়ুন: আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর: দক্ষিণ এশীয় নির্বাচন কমিশনারদের প্রধানমন্ত্রী
তিনি বলেন, মতবিনিময় সভায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা কীভাবে কাজ করছেন। কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কি না। পড়লে সেগুলো কী ধরনের সমস্যা।
হাবিবুল আওয়াল আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করতে হবে। ঠেকাতে হবে সব ধরনের কারচুপি ও দখলদারিত্ব। এক্ষেত্রে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের অনুরোধে রাষ্ট্রপতির সম্মতি
সিইসি বলেন, কোথাও কোনো ঘটনা ঘটলে গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচন মূলত রিটার্নিং অফিসাররা পরিচালিত করেন। এ কারণে তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সব ধরনের দায়িত্ব তাদের।
দেশের বিভিন্নস্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, হয়তোবা দুই-একটি ঘটনা ঘটতে পারে। ব্যাপকভাবে যাতে সহিংস ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।
একইসঙ্গে কমিশনের দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে সেই এলাকার রিটার্নিং অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সাকিব আল হাসানকে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ
এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।
সিইসির যশোরে আসা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল থেকে শহরের মোড়ে মোড়ে মোতায়েন করা হয় পুলিশ।
মতবিনিময় সভাস্থল যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য উপস্থিত ছিল।
আরও পড়ুন: নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন করতে প্রস্তুত: সাহাবুদ্দিনকে সিইসি
১ বছর আগে
সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যানবাহন চলাচল স্বাভাবিক রেখে সবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তার বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, যান চলাচল স্বাভাবিক রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা বদ্ধপরিকর। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ ব্যাপারে ২৪ ঘণ্টা রাস্তায় ডিউটি করছেন।
সোমবার (২৬ জুন) নগরীর গাবতলী বাস টার্মিনাল ও গরুর হাট (অস্থায়ী হাট) পরিদর্শন শেষে আইজিপি এসব কথা বলেন।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
এসময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং হাটে কোরবানির পশুর নিরাপত্তার বিষয়ে ব্যবসায়ীদের কাছে খোঁজখবর নেন। আইজিপি বাস টার্মিনালে যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন।
তিনি বলেন, আমরা সবসময় মানুষের পাশে থেকে সেবা করতে চাই।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, মেট্রোপলিটন পুলিশ, রিভার পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং অন্যান্য বিশেষায়িত ইউনিট গৃহমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একযোগে কাজ করছে।
তিনি বলেন, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকরাও আমাদের সঙ্গে কাজ করছেন।
তিনি আরও বলেন, জনগণের গন্তব্যে নিরাপদে পৌঁছানো নিশ্চিত করতে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।
তিনি যাত্রীদের নিকটবর্তী থানায় বা ৯৯৯ নম্বরে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ করেন।
জাল মুদ্রার প্রচলন প্রসঙ্গে আইজিপি বলেন, কোরবানির পশুর হাটগুলোতে কেউ জাল টাকা প্রচার করে প্রতারণার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাল টাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ছিনতাইকারী, ‘ওগিয়ান পার্টি’, ‘মলম পার্টি’র বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
আইজিপি বলেন, ঈদের ছুটিতে অনেকেই শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা পুলিশকে সব ধরনের নির্দেশনা দিয়েছি।
ঈদের ছুটিতে খালি বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তি নিয়োগের অনুরোধ জানান তিনি।
পরে আইজিপি সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন এবং লঞ্চ মালিক, চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
অবশেষে আইজিপি কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে যাত্রীদের খোঁজখবর নেন এবং রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন।
আইজিপির গাবতলী, সদরঘাট নদীবন্দর ও কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গবাদিপশু বহনকারী যানবাহন থামানোর বিষয়ে সতর্ক করেছেন আইজিপি
সাইবার ক্রাইম মোকাবিলায় প্রতিটি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে হবে: আইজিপির প্রতি রাষ্ট্রপতি
১ বছর আগে