পাখিভ্যান চালক
খোকসায় পাখিভ্যান চালককে গলাকেটে হত্যা
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখিভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
সোমবার রাত ১০টার পরে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদীর শহর রক্ষা বাঁধ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
হত্যার শিকার নাসিরুল (২৩) ওই পৌরসভার ৫ নং ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশের ধারণা সঙ্ঘবদ্ধ চক্র পাখি ভ্যান চুরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
এলাকাবাসী জানায়, নাসিরুল সিলেটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত দু’দিন আগে তিনি গ্রামে ফেরেন। সোমবার বিকালে নিজের ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে একজন বোরকা পরা যাত্রী নিয়ে ওই পাখিভ্যান চালককে বাঁধের মাথার দিকে যেতে দেখা যায়। এর কিছু সময় পর বোরকা পরা ব্যক্তি দ্রুত পায়ে আবার ফিরে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বোরকা পরা ব্যক্তিকে ধাওয়া করেও ধরতে পারেনি। পরে তারা আবার ঘটনাস্থলে ফিরে এক ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় লাশ উদ্ধার করে।
বাঁধপাড়ার গৃহিনী নাদিয়া ও জোৎসনা জানান, বোরকা পরা ওই ব্যক্তির চলে যাওয়া দেখে বাঁধের লোক জনের সন্দেহ হয়। তারা পিছু নেয়। কিন্তু ধরতে পারেনি। ওই ব্যক্তিকে ধরতে পারলে হত্যার রহস্য জানা যেতো।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: ল্যাবএইডের ৬ চিকিৎসকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
খিলগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা
১ বছর আগে