টমটম চালক
সিলেটে বাসের ধাক্কায় টমটম চালকসহ নিহত ২
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী মিতালী পরিবহনের একটি বাসের ধাক্কায় টমটম (ব্যাটারিচালিত গাড়ি) চালকসহ দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টমটম চালক জুয়েল মিয়া (২২) ও পথচারী আসমা বেগম (৪৫)।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দুর্ঘটনায় নিহত জুয়েল মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার মুক্তিনগর গ্রামে ও আসমা বেগম ওসমানীনগর উপজেলার সাদিপুর এলাকার সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন জানান, সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে (টমটম) ধাক্কা দেয়।
তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই পথচারী আসমা বেগম নিহত হন। গুরুতর আহত টমটম চালক জুয়েলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আরও পড়ুন: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত
যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরছেন আরও বাংলাদেশি
১ বছর আগে