মিলান
ইতালির মিলানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ৬
ইতালির রাজধানী মিলানে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার পর ধোঁয়ায় বিষক্রিয়া হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ৮১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ, যাদের বয়স ৬৯ থেকে ৮৭ বছরের মধ্যে।
যে কক্ষে বিছানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে দুই নারী পুড়ে মারা গেছেন এবং অন্য দুই নারী ধোঁয়ায় দম আটকে মারা গেছেন বলে জানা গেছে।
সবমিলিয়ে ভবনটিতে ১৬৭ জন বসবাস করতেন।
আরও পড়ুন: উগান্ডায় স্কুলে বিদ্রোহীদের হামলায় নিহত ৪১
মিলানের মেয়র জিউসেপ সালা, যিনি নিরাপত্তার জন্য সিটি কাউন্সিলর মার্কো গ্রানেলির সঙ্গে ভবনটি পরিদর্শন করেছিলেন।
মিলানের মেয়র জিউসেপ সালা নিরাপত্তা বিষয়ক সিটি কাউন্সিলর মার্কো গ্রানেলির সঙ্গে ভবনটি পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘সংখ্যায় ছয়জনের এই মৃত্যু বেশ বড়।’
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এর তদন্ত শুরু করেছে।
লোমবার্ডির গভর্নর অ্যাটিলিও ফন্টানা হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন যে আঞ্চলিক কর্তৃপক্ষ ঘরহারা এই বয়স্ক নাগরিকদের জন্য বিকল্প বাসস্থান খুঁজে পেতে সহায়তা করার জন্য অবিলম্বে নিজেদের প্রস্তুত করছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে বাস দুর্ঘটনার পর আগুন লেগে নিহত ২৫
সৌদি আরবে মার্কিন কনস্যুলেটে বন্দুকধারীর গুলিতে নিহত ২
১ বছর আগে
ইতালির মিলানে ইউএনবি ও এএনএসএ'র মধ্যে সংবাদ বিনিময় চুক্তি সই
ইতালির মিলানে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) ও ইতালির সংবাদ সংস্থা এএনএসএ'র মধ্যে সম্প্রতি একটি সহযোগিতা চুক্তি সই হয়েছে।
এই চুক্তিতে অংশীদারদের তথ্য ও সংবাদ পরিষেবাগুলো তাদের নিজ নিজ প্ল্যাটফর্মে ব্যবহার ও পুনঃপ্রকাশ প্রকাশের সম্ভাবনার পাশাপাশি নিজ নিজ দেশের প্রতিষ্ঠান ও ব্যবসার যোগাযোগের ক্ষেত্রে যৌথ বাণিজ্যিক সুযোগ বিকাশের সম্ভাবনার কথা বলা হয়েছে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এমজেএইচ জাবেদ ও ডিজিটাল মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতার উপস্থিতিতে ইউএনবি’র উপ-মহাপরিচালক মাসুদ খান ও এএনএসএ’র ব্যবস্থাপনা পরিচালক স্টেফানো ডি আলেসান্দ্রি মিলানে এই চুক্তিতে সই করেন।
আরও পড়ুন: নেপাল ও বাংলাদেশের মধ্যে জ্বালানি খাতে বিপুল সহযোগিতার সম্ভাবনা রয়েছে: কসমস ডায়ালগে নেপালের রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেন, বাংলাদেশের সর্বাধিক স্বীকৃত বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবি’র সঙ্গে এএনএসএ’র চুক্তির ফলে বাংলাদেশ থেকে আসা সংবাদের আরও বেশি নিশ্চয়তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত হবে, একটি দেশ যেখানে ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এবং ইতালির সঙ্গে সর্বদা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এমজেএইচ জাবেদ বলেন, ‘আমি ইউএনবি ও এএনএসএ-কে এই চুক্তি সইয়ের জন্য অভিনন্দন জানাই, যা অবশ্যই দু’টি গণতান্ত্রিক ও বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইতালির মধ্যে তথ্য ও সংবাদের অবাধ প্রবাহকে সহজতর করবে ও প্রচার করবে।’
তিনি বলেন, ‘ইউএনবি ও এএনএসএ, দুটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা নিজ নিজ দেশ ও অঞ্চলের প্রতিনিধিত্ব করে এবং নিজেদের সহযোগিতায় বিস্তৃত প্রেক্ষাপটে পাঠকদের বড় পরিসরে সংবাদ, দৃষ্টিভঙ্গি, ধারণা ছড়িয়ে দিতে সহায়তা করবে। আমি আশা করি পেশাগত ও কারিগরি পর্যায়ে বেশ কয়েকটি বিনিময় কর্মসূচি গ্রহণ করা হবে।’
ইউএনবি’র উপ-পরিচালক মাসুদ খান বলেন, ‘বাংলাদেশ ও ইতালির দু’টি সংবাদ সংস্থা ইউএনবি ও এএনএসএ’র মধ্যে এই অংশীদারিত্ব চুক্তি সইয়ে আমি গর্বিত। ইউএনবি’র বর্তমান ভূমিকা নিয়ে আমরা গর্বিত, যা বাংলাদেশের তথ্যের সকল প্রধান অঙ্গ এবং অসংখ্য প্রধান আন্তর্জাতিক সংস্থায় বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ সরবরাহ করে।’
আরও পড়ুন: কসমস সেন্টারে ওয়াইল্ডটিমের বাঘ সংরক্ষণ কর্মশালা শুরু
তিনি বলেন, ‘সাংবাদিকতার সর্বোত্তম নীতিগুলো মেনে চলার ৩৫ বছরের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের জন্য আমরা আজকের মতো গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছি।’
মাসুদ খান আরও বলেন, ‘আমি আজ এএনএসএ’র সঙ্গে যুক্ত হতে পেরে খুব আনন্দিত, যা ৭৮ বছর আগে প্রতিষ্ঠিত এবং ইউএনবি’র মতো একই নীতিতে বিশ্বাস করে। এএনএসএ তখন থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার মিশন বজায় রেখেছে।’
এএনএসএ’র ব্যবস্থাপনা পরিচালক স্টেফানো ডি আলেসান্দ্রি বলেন, ‘ইউএনবি’র সঙ্গে নতুন সহযোগিতা আন্তর্জাতিক বাজারে আমাদের প্রবৃদ্ধি কৌশলের একটি নতুন পর্যায় চিহ্নিত করে, যা আমাদের গ্রাহকদের জন্য সংবাদ সরবরাহকে আরও সমৃদ্ধ করে।’
তিনি আরও বলেন, ‘ আমি নিশ্চিত যে এই নতুন অংশীদারিত্ব ইতালিকে বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং এর বিপরীতে আমাদের দেশের তথ্য ও সংবাদের বাংলাদেশে আরও উল্লেখযোগ্য বিস্তারের দিকে পরিচালিত করবে।’
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের চিঠিতে স্বাক্ষরকারীদের মতামত প্রকাশিত হয়েছে, ইউএনবিকে রাষ্ট্রদূত
১ বছর আগে