বড় ভাই
জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় আহত হয়েছেন অপর ভাই শাহীন মিয়া।
শনিবার (৮ জুন) ভোরের দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামছুল হুদা।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট: রবিবার প্রতিক্রিয়া জানাবে বিএনপি
নিহত সামছুল হুদা তালুককানুপুর গ্রামের হাবিজার রহমানের ছেলে।
ঘটনায় অভিযুক্ত আনোয়ারুল ইসলাম শ্যামল পলাতক থাকলেও তার স্ত্রী গোলাপী বেগমকে আটক করেছে পুলিশ।
এর আগে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামে ছোট ভাই আনোয়ারুল ইসলামের কোদালের আঘাতে গুরুতর আহত হন তার দুই ভাই সামছুল হুদা ও শাহীন মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বড় ভাই সামছুল হুদার সঙ্গে ছোট ভাই আনোয়ারুল ইসলামের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে আনোয়ারুল ইসলামের সঙ্গে সামছুল ও শাহীনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে আনোয়ারুল তার হাতে থাকা একটি কোদাল দিয়ে সামছুলের মাথায় ও শাহীনের শরীরে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় সামছুলকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহীনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরের দিকে মারা যান সামছুল হুদা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। ঘটনার দিনেই নিহত সামছুল হুদার স্ত্রী লাবনী বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি আনোয়ারুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী গোলাপি বেগমকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ মাস আগে
কক্সবাজারে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু
কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় সমুদ্রের ঢেউ থেকে বড় ভাইকে বাঁচাতে গিয়ে সিফাত আলম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইয়েমেনের হুদেইদায় মার্কিন-ব্রিটিশ বিমান হামলায় নিহত ১৬
সিফাত কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুস আলমের ছেলে।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিল আক্তার কামাল বলেন, দুপুরের দিকে নাজিরারটেক এলাকায় দুই ভাই বাটা জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বড় ভাই সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায়। বড় ভাইকে বাঁচাতে গিয়ে সাগরে তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয় জেলেরা দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে ছোট ভাই সিফাতের মৃত্যু হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, সমুদ্রে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানে নৌকাডুবিতে ২০ জন নিহত
সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ জন নিহত
৫ মাস আগে
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
কক্সবাজারের রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং কম্বনিয়া এলাকায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কক্সবাজারে বাসচাপায় দুই শিশু নিহত
নিহত আইয়ুব আলীর বড় ভাই মো. আলী জানান, আইয়ুব আলী নিজ সুপারি বাগানে পানির পাম্প দিয়ে সেচ দিচ্ছিলেন। তার আপন ছোট ভাই ইয়াসিন আলী এসে তার দরকার বলে পানির পাম্প নিতে চান। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইয়াসিন আলী বাড়ি থেকে কিরিচ নিয়ে এসে তার বড় ভাই আইয়ুব আলীর উপর আঘাত করেন।
নিহতের ফুফাতো ভাই মো. সুলতান জানান, তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলছিল। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল্লাহ জানান, দুই ভায়ের মধ্যে পারিবারিক কলহ তিনি নিজেই তিনবার মিটমাট করেছেন। তারপরও মিটমাট না হওয়ায় চেয়ারম্যানের কাছে পর্যন্ত বিচার গড়ায়।
আরও পড়ুন: কক্সবাজারে লবণবোঝাই ট্রাকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, আটক ২
নিহত আইয়ুব আলীর বন্ধু করিম বলেন, আমার বন্ধু বিয়ে করেছে এখনো ১৫ দিনও হয়নি। এরই মধ্যে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এটি পূর্ব পরিকল্পিত ঘটনা।
তাই বন্ধুকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনার পর তারা সেখানে পরিদর্শন করেছেন। তারা আলামত সংগ্রহ করেছেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
১০ মাস আগে
চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোহাম্মদ মুছা (৫৫) খুনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মুছা ওই এলাকার মৃত আবদুল ওয়ারেছের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থ লেনদেনের বিষয় নিয়ে দুই ভাই মুছা ও আবদুল বায়েজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দোহাজারী পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর পরই বায়েজ পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
১ বছর আগে