লীগ
আওয়ামী লীগের সাবেক ৮ মন্ত্রী ও ৬ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, মামুনুর রশীদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নূর-ই-আলম চৌধুরী লিটন ও জিয়াউর রহমান।আরও পড়ুন: সাংবাদিকসহ আরও ৯২ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
জাহাঙ্গীর আবেদনে উল্লেখ করেন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা যারা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
দুদক আদালতকে জানায়, তারা সবাই অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন বলে যে অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত চলছে।
বিচারক আদেশের একটি অনুলিপি পরবর্তী পদক্ষেপের জন্য বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিদেশযাত্রায় ৬০ দিনের নিষেধাজ্ঞা
২ মাস আগে
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
আসন্ন সাধারণ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীকে ‘নৌকা’ ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশের মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।’
ঈদুল আজহা উপলক্ষে কোটালীপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, আমাদের লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন করা।
যারা কখনই চায় না আওয়ামী লীগ ক্ষমতায় আসুক তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছিলেন তাকে অবশ্যই পূরণ করতে হবে।
তার সরকার সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে উল্লেখ করেন, অথচ দেশে যারা কোনো উন্নয়ন দেখতে পায় না তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘চোখ থাকা সত্ত্বেও যারা অন্ধ তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। তারা দেখতে পায় না কিন্তু এগুলো (উন্নয়নের সুফল) উপভোগ করে।’
আরও পড়ুন: ঈদের দিন মুক্তিযোদ্ধাদের ফুল, ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
এর আগে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।
অফিসে পৌঁছে প্রধানমন্ত্রী আম, বকুল (স্প্যানিশ চেরি) এবং নিম (মারগোসাল) গাছের তিনটি চারা রোপণ করেন।
রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে সকাল ১১টা ২৭ মিনিটে সড়কপথে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সকালে তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জে যান।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।
গোপালগঞ্জ জেলায় রঙিন পোস্টার, ব্যানার এবং প্ল্যাকার্ড বিশেষ করে তিনি যে রাস্তাটি ব্যবহার করে অনুষ্ঠানস্থলে পৌঁছান সেগুলোকে সাজিয়ে উৎসবের আমেজ তৈরি করা হয়।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে অনেক স্থানীয় আ.লীগ নেতা ও জনপ্রতিনিধি প্রধানমন্ত্রীর সামনে তাদের অনুভূতি জানানোর সুযোগ দেওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
আরও পড়ুন: বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর নামে সেই গরু কোরবানি দিয়েছেন কিশোরগঞ্জের কৃষক দম্পতিদেশের আরও উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে পাঁচবারের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার বিজয় কামনা করেন তারা।
জবাবে, প্রধানমন্ত্রী তাদের তার জন্য প্রার্থনা করতে বলেছিলেন যাতে তিনি জনগণের সেবা করতে পারেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে যোগদান শেষে বিকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করেন।
টুঙ্গিপাড়ায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
তিনি ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর সমাধিতে মোনাজাতে যোগ দেন।
রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর ওই দিনই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে দুই দিনের সফরে কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ বছর আগে