যাবৎকাল
২০২৩’ অর্থবছরে ২১.৬১ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে সরকারি চ্যানেলের মাধ্যমে ২১ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের অভ্যন্তরীণ রেমিটেন্স এসেছে, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।
২০২০-২১ অর্থবছরে দেশে রেকর্ড ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল, তখন কোভিড-১৯ মহামারির কারণে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুন: ২০২২ সালে রেমিটেন্স প্রাপ্তি ৩.১৭% হ্রাস পেতে পারে: আরএমএমআরইউ
রবিবার (২ জুলাই) হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
সিপিডিসহ বিভিন্ন গবেষণা সংস্থা মনে করে, হুন্ডির মতো অবৈধ চ্যানেলের মাধ্যমেও বিপুল পরিমাণ রেমিটেন্স এসেছে।
২০২৩ সালের জুন মাসে, বিদায়ী অর্থবছরের শেষ মাসে প্রবাসীরা ঈদুল আযহার সময় ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এতে উদ্বুদ্ধ হয়ে ২০২৩’ অর্থবছরে অভ্যন্তরীণ রেমিটেন্স সংগ্রহ ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা ২০২২’ অর্থবছরে ছিল ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। প্রায় তিন বছরের মধ্যে এক মাসে এটাই সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে, ২০২১’ অর্থবছরের জুলাই মাসে সর্বোচ্চ প্রবাসী আয় ছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।
এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকটসহ নানা কারণে সরকার আইনি মাধ্যমে বেশি রেমিটেন্স বা প্রবাসী আয় আনতে নানা উদ্যোগ নেয়।
তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশিত হারে রেমিটেন্স বাড়েনি।
আরও পড়ুন: কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে রেমিটেন্সের গতি
দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের হুন্ডি পরিহার করতে বলেছেন প্রধানমন্ত্রী
১ বছর আগে