দুদক কমিশনার
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: নবনিযুক্ত দুদক কমিশনারকে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার মোছা. আছিয়া খাতুন।
রবিবার (২৩ জুলাই) দুপুরে বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: স্কাউটদের আইসিটিসহ আধুনিক প্রশিক্ষণ দিতে নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
দুর্নীতি উন্নয়নের বড় বাধা উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরও বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রজন্মের মধ্যে পারিবারিকভাবে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন।
এছাড়া রাষ্ট্রপতি দেশব্যাপী দুর্নীতি দমনে কমিশনের পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে নতুন দুদক কমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ
রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
১ বছর আগে
দুদক কমিশনার হিসেবে যোগ দিলেন আছিয়া খাতুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে সাবেক সচিব আছিয়া খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (২ জুলাই) তিনি এই পদে যোগদান করেন।
আরও পড়ুন: ৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক তাকে ফুলের তোঁড়া দিয়ে শুভেচ্ছা জানান।
কমিশনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৈঠকে সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং উপ-সহকারী পরিচালকেরা উপস্থিত ছিলেন।
দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান গত ১ জুলাই অবসরে যান।
আরও পড়ুন: মতিঝিলে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুদক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা জোরদার করুন: দুদকের প্রতি রাষ্ট্রপতি
১ বছর আগে