পঞ্চম দিন
পঞ্চম দিনে উদ্ধার একটি ট্রাক, এখনো নিখোঁজ ফেরি মাস্টার
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা ফেরি ডুবে যাওয়ার পঞ্চম দিনেও নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী মাস্টার হুমায়ুন আহমেদ। তবে পঞ্চম দিনে আরও একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
রবিবার দুপুরে ১২টার দিকে নদীর তলদেশ থেকে ট্রাকটি উদ্ধার করে তা পাটুরিয়া ঘাটের ২ নম্বর পন্টুন এলাকায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
আরও পড়ুন: পদ্মায় ফেরিডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন
তিনি জানান, ফেরির নিচের অংশে বাতাস দিয়ে ফেরিটিকে তোলার চেষ্টা চলছে। তবে ফেরিটিতে বেশ কয়েকটি ফাটল থাকায় এয়ার লিফটিং ফেরির একপাশে মোটা তার পরানো হয়েছে। অন্যপাশেও পরানোর কাজ চলছে।
তিনি আরও জানান, ডুবন্ত ট্রাকগুলো শনাক্ত করতে ঝিনাই-১ নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে। সেটি এলে মাল্টি ভিম ইকো সাউন্ডের মাধ্যমে নদীর তলদেশ থেকে শনাক্ত করার কাজ শুরু হবে।
তিনি জানান, এ নিয়ে উদ্ধার হওয়ার ট্রাকের সংখ্যা চারটি। এখনো তলদেশে নিমজ্জিত আছে আরও পাঁচটি ট্রাক। সেগুলো শনাক্ত করতে পারেনি ডুবুরী দল।
আরও পড়ুন: পদ্মায় ফেরিডুবি: এখনও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ফেরি ও ৬ ট্রাক
উল্লেখ্য, গত বুধবার দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরি রজনীগন্ধা সকাল ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে নোঙ্গর করা অবস্থায় ছোট-বড় ৯টি যানবাহন এবং চালক-সহকারীসহ ২১ জন নিয়ে ডুবে যায়। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির সহকারী ইঞ্জিনচালক হুমায়ুন আহমেদ এখনো নিখোঁজ।
আরও পড়ুন: পদ্মা ফেরিডুবি: সুষ্ঠু তদন্ত দাবি জাতীয় কমিটির
১১ মাস আগে
ফ্রান্সে সহিংসতার পঞ্চম দিনে ৭১৯ জন গ্রেপ্তার: মন্ত্রণালয়
ফ্রান্সে শনিবার থেকে রবিবার পর্যন্ত অন্তত ৭১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানয়ি সময় রবিবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তার হাতে এক কিশোর নিহত হওয়ার পর দেশব্যাপী সহিংসতার পঞ্চম রাতে শনিবার থেকে রবিবার পর্যন্ত অন্তত ৭১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৪৫ জন পুলিশ কর্মকর্তা ও সশস্ত্র পুলিশ আহত হয়েছেন এবং ৫৭৭টি গাড়ি ও ৭৪টি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবে মার্কিন কনস্যুলেটে বন্দুকধারীর গুলিতে নিহত ২
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, শুক্রবার রাতের চেয়ে শনিবার রাত 'শান্ত' ছিল, যখন ১ হাজার ৩১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ১ হাজার ৩৫০ টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল।
দারমানিন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, শনিবার রাতে দাঙ্গা ও লুটপাট মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৪৫ হাজার ফরাসি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র প্যারিস এবং এর শহরতলিতে প্রায় ৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার রাতে প্যারিসের দক্ষিণাঞ্চলীয় শহরতলীর হে-লেস-রোজেস শহরের মেয়রের বাড়িতেও দাঙ্গাকারীরা হামলা চালায়, এতে মেয়রের স্ত্রী ও তার এক সন্তান আহত হন।
রবিবার বিকালে ফরাসি নিউজ চ্যানেল বিএফএমটিভির সঙ্গে কথা বলার সময় প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ বলেছেন, দাঙ্গাকারীরা একজন মেয়রের বাড়িতে আক্রমণ করে ‘সীমা লঙ্গন করেছে’ এবং অপরাধীদের ধরার জন্য পুলিশ অবশ্যই তদন্ত করবে।
নুনেজ আশ্বস্ত করেছেন যে শহরে হওয়া সহিংসতার ব্যাপারে পুলিশ ‘খুব মনোযোগী ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে এবং রবিবার রাতে বৃহত্তর প্যারিস অঞ্চলে আবার ৭ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে।
স্থানীয় সময় রবিবার ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন, স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এবং বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেত্তির সঙ্গে একটি ব্রিফিং করবেন।
গত সপ্তাহের মঙ্গলবার একজন ফরাসি পুলিশ অফিসারের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর নিহত হয়।
যে পুলিশ অফিসার তার বন্দুক থেকে গুলি চালিয়েছিলেন তিনি পরে তদন্তকারীদের বলেছিলেন যে গাড়িটি একটি মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে এই ভয়ে তিনি এ কাজ করেছিলেন।
গত মঙ্গলবারের গুলির ঘটনার পর ফ্রান্সজুড়ে হিংসাত্মক বিক্ষোভ ও দাঙ্গার সূত্রপাত ঘটে, যার ফলে পুলিশ ফ্রান্সের প্রধান শহরগুলোতে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে বাস দুর্ঘটনার পর আগুন লেগে নিহত ২৫
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯.০৯ কোটি ছাড়িয়েছে
১ বছর আগে