খন্দকার মারুফ হোসেন
বিএনপি নেতা খন্দকার মোশাররফ ব্রেন টিউমারে আক্রান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন।
সোমবার তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে এই বিএনপি নেতার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেন টিউমার শনাক্ত হয়েছে।
মারুফ বলেন, ‘আমরা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। চিকিৎসকরা বলেছেন যে তার মস্তিষ্কের বাইরে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমাস শনাক্ত করা হয়েছে।’
বয়সের কথা বিবেচনা করে চিকিৎসকরা আপফ্রন্ট রেডিও থেরাপির মাধ্যমে টিউমার অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।
মা বিলকিস আক্তার হোসেনের সঙ্গে সিঙ্গাপুরে মোশাররফের সঙ্গে অবস্থান করছেন মারুফ।
আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ
তিনি তার বাবার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
৭৬ বছর বয়সী সাবেক মন্ত্রী মোশাররফ উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুরে যান।
১৮ জুন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসা নেন তিনি।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে যান এই বিএনপি নেতা।
আরও পড়ুন: বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে আ. লীগ সরকার বাধা: বিএনপি নেতা মোশাররফ
১ বছর আগে