হীরা
ধানমন্ডির মেট্রো শপিংমল থেকে ২ কোটি টাকার হীরার গয়না চুরি
ধানমন্ডির মেট্রো শপিং মলে অবস্থিত একটি দোকান থেকে রবিবার (৩১ জুলাই) দুই কোটি টাকার বেশি মূল্যের হীরার গহনা চুরি করেছে ডাকাতরা।
পুলিশ জানিয়েছে, ওইদিন সকাল ১০টার কিছু পরে মেট্রো শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত 'ট্রাস্ট ডায়মন্ড' শোরুমে অন্তত পাঁচজন ডাকাত দোকানের শাটার ভেঙে প্রবেশ করে। এরপর তারা ২ কোটি টাকার বেশি হীরার অলঙ্কার লুট করে পালিয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, শোরুমের শাটার ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন হীরার গহনা চুরি হয়েছে।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় আটক ২
ওসি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যাচ্ছে পাঁচজনের একটি দল দোকানে ঢুকছে এবং কিছুক্ষণ পর তারা লুটপাট নিয়ে চলে গেছে।’
ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ জানান, তিনি জানতে পারেন মেট্রো শপিং মলের নিচতলায় একটি নতুন শোরুম সংস্কারের কাজ করছেন ট্রাস্ট ডায়মন্ডের মালিক। তাই তিনি ৩য় তলায় একটি দোকান ভাড়া নেন এবং সেখানে হীরার গয়না রাখেন।
সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
ধানমন্ডি লেক থেকে শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
স্বর্ণ বনাম হীরা: কোন বিনিয়োগটি বেশি লাভজনক?
সামাজিক অবস্থান, আভিজাত্য, নির্ভরতা তৈরির বিকল্প হিসেবে স্বর্ণ ও হীরা ধাতব বস্তু দুটি স্ব স্ব ক্ষেত্রে মূল্যবান। কিন্তু সম্পদের সময় মূল্য থেকে অর্থোপার্জনের ক্ষেত্রে যে প্রশ্নটি সবার আগে আসবে, স্বর্ণ নাকি হীরা, কোন বিনিয়োগটি বেশি লাভজনক?
উভয় বিনিয়োগের মাঝেই কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। আজকের আয়োজনে আপনি জানতে পারবেন স্বর্ণ ও হীরাতে বিনিয়োগের সুবিধা ও অসুবিধাগুলো এবং বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কোন কোন বিষয়গুলো আপনার খতিয়ে দেখা জরুরি।
স্বর্ণ বিনিয়োগের সুবিধা
অনিশ্চিত সময়ে স্থিতি রক্ষাকারী
অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারের অস্থিরতার সময় স্বর্ণকে প্রায়ই নিরাপদ অবলম্বন হিসেবে বিবেচনা করা হয়। মুদ্রাস্ফীতি ও মুদ্রার মূল্যহ্রাস ব্যতিরেকে এই সম্পদ নিজের দাম ধরে রাখতে পারে।
তুলনামূলকভাবে নির্ভরযোগ্য খাত
বিভিন্ন সময়ে মূল্যমান বা লাভের ক্ষেত্রে বন্ড বা স্টকের থেকে অধিকতর সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখে স্বর্ণ। একাধিক খাতে বিনিয়োগের ক্ষেত্রে সামগ্রিক বিনিয়োগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এই ধাতবটি।
আরও পড়ুন: হংকংয়ে রেকর্ড ৪৯.৯ মিলিয়ন ডলারে গোলাপী হীরা বিক্রি
ভৌত সম্পদ হিসেবে সংরক্ষণযোগ্য
স্বর্ণ একটি ভৌত সম্পদ যা আপনি কয়েন, বার বা গয়না আকারে সংরক্ষণ করতে পারেন। এই স্থিতিশীলতা স্টক বা বন্ডের মতো অন্যান্য বিনিয়োগের তুলনায় অধিক নিরাপত্তার অনুভূতি প্রদান করতে পারে।
১ বছর আগে