পাবর্তীপুর
পাবর্তীপুরে কাউন্সিলরের অর্ধগলিত লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর রেলওয়ের জমিতে তৈরি বাড়িতে একাই বসবাস করতেন কাউন্সিল জাহাঙ্গীর আলম। তার ঘরের পাশ দিয়ে চলাফেরার সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।
পাবর্তীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন জানান, জাহাঙ্গীর আলম পাবর্তীপুর পৌরসভার টানা তিন বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি আরও জানান, দীর্ঘদিন আগে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে যাওয়ার পর বাড়িতে একাই বসবাস করতেন তিনি। ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ঈদের আগে মসজিদে নামাজ শেষে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিলেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ইনচার্জ এ.টি.এম. নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ শয়নকক্ষে অর্ধগলিত অবস্থায় কাউন্সিলর জাহাঙ্গীর আলমের লাশ বিছানায় খাটের উপর শোয়া অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও বলেন যে অসুস্থতা জনিত কারণে সে মারা গেছে বলে ধারণা করছেন স্বজনরা। আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বুধবার লাশ দাফন কাফন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
১ বছর আগে