মত্যু
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মত্যু
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) জেলার মহম্মদপুর উপজেলা সদরের কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষক মো. আসাদুজ্জামান (৫৯) মহম্মদপুরের কানাইনগর গ্রামের মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে। তিনি উপজেলা সদরের বরকতিয়া বিএসএআর দাখিল মাদরাসার জ্যেষ্ঠ সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আহত ১
আছাদুজ্জামানের বড় ছেলে হামিম শেখ জানান, মা বাড়িতে না থাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রাইস কুকারে ভাত রান্নার সময় ঘরে বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটে।
আছাদুজ্জামান তা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।
পরে আছাদুজ্জামানকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে হামিমও আহত হয়েছেন।
মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
কিশোরগঞ্জে ‘অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে’ গ্যারেজ মালিকের মৃত্যু
১ বছর আগে