নৈশ প্রহরী
মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি
মেহেরপুর শহরে নৈশ প্রহরীকে চোখ ও হাত পা বেঁধে রেখেখে ট্রাক ভড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে ‘সোহানা বস্ত্রালয়’ নামের একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোরের দিকে এক নারী ফোন করে এ ডাকাতির ঘটনা জানান। সঙ্গে সঙ্গে আমি দোকানে গিয়ে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।’
তিনি জানান, দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
স্বপন ইসলাম জানান, স্থানীয় এক নারী ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন। এসময় তিনি পুলিশকেও খবর দেন।
বাজারের নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন জানান, ভোর ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। আমি তাদের খোঁজ খবর নিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখিনি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, ‘ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিমসহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
৩ সপ্তাহ আগে
গাইবান্ধায় গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে ৫টি অটোরিকশা চুরি
পলাশবাড়ীতে গ্যারেজের নৈশ প্রহরী দুদু মিয়াকে (৬০) শ্বাসরোধে হত্যার পর পাঁচটি অটোরিকশা চুরি করেছে দৃর্বৃত্তরা।
রবিবার (১৪ জুলাই) ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: শিশু রিয়াদ হত্যা মামলা: ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। দুদু মিয়া পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
পুলিশ জানায়, জিল্লু মিয়ার গ্যারেজে প্রতিদিনের মতো রাতের বেলায় দায়িত্বে ছিলেন দুদু মিয়া। রবিবার ভোরে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা পাঁচটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ‘দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এই হত্যার ঘটনা পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
৫ মাস আগে
দিনাজপুরে আদিবাসী নৈশ প্রহরীর লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে শুক্রবার দুপুরে একটি বাঁশঝাড় থেকে একজন আদিবাসী নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে নিখোজ ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিহত ফিলিমন সরেন (৫৬) চিরিরবন্দরের পুন্ট্রি গুচ্ছগ্রামের সুবল সরেনের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা জানায়, ফিলিমন সরেন গমিরহাট তফসিলি হাইস্কুলের নৈশ প্রহরী। স্কুলে ডিউটি করতে যাওয়ার কথা বলে তিনদিন আগে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার দুপুরের দিকে গমিরাহাট এলাকার একটি বাঁশঝাড়ে তার অর্ধগলিত লাশ পড়ে ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে অন্যদের জানায়।
তিনি আরও জানান, বাড়ি থেকে স্কুলের সোজা পথের পরিবর্তে প্রায় দেড় কিলোমিটার দূরে লাশ পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার
১ বছর আগে