রওশন জাহান
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক রওশন জাহান সমাহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রওশন জাহানকে শুক্রবার (৭ জুলাই) বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।
আরও পড়ুন: মায়ের কবরের পাশে সমাহিত হবেন গাজী মাজহারুল আনোয়ার
ড. জাহান ১৯৪১ সালের ৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ঢাবির মনোবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা শেষ করে তিনি আরেকটি মাস্টার্স করার জন্য ইংল্যান্ড যান।
তিনি ঢাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি মনোবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন।
অবসর গ্রহণের পর তিনি একজন লেখালেখি শুরু করেন এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি পাঠ্যবই এবং মনোবিজ্ঞানের একটি অভিধানসহ অনেক বই প্রকাশ করেন। এছাড়াও তার ৩৫টিরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে।
আরও পড়ুন: মায়ের কবরের পাশেই সমাহিত হলেন সিরাজুল আলম খান
খন্দকার মাহবুব আজিমপুর কবরস্থানে সমাহিত
১ বছর আগে